ভারতীয় সেনাকে বিদ্রূপ, রিচা চাড্ডাকে বয়কটের আহ্বান

রিচা চাড্ডা

ভারতীয় সেনাবাহিনীকে বিদ্রূপ করে টুইট করায় বিতর্কের মুখে পড়েছেন অভিনেত্রী রিচা চাড্ডা। একের পর এক সমালোচনার তীরে বিদ্ধ হচ্ছেন তিনি। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে রিচা চাড্ডার আসন্ন সিনেমা ‘ফুকরে ৩’ বয়কট করার আহ্বান জানিয়েছেন অনেকে। যদিও অভিনেত্রী নিজের সেই বিতর্কিত টুইটের জন্য ক্ষমা চেয়েছিলেন।

kalerkantho

রিচা চাড্ডাকে তিরস্কার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা একের পর এক আহ্বান জানিয়ে আসছেন রিচাকে বয়কট করার৷ একজন টুইট করেছেন, “ফুকরে-৩ এর জন্য অপেক্ষা করছি যাতে বয়কট করতে পারি। ফ্লপ অভিনেত্রীর আমাদের সৈন্যদের প্রতি সম্মান কোনো সম্মান নেই। ” অপর একজন টুইট করে লিখেছেন, “ভারতীয় সেনাবাহিনীর সামনে আপনাদের মতো লোকের কি অবস্থান? আপনি অর্থের জন্য সবকিছু করতে পারেন। ’’ এরপর হ্যাশট্যাগ দিয়ে লেখা হয় ‘ফুকরে ৩’। অন্য একজন টুইট করে লিখেছেন, “তুমি যা বলেছ তার জন্য লজ্জিত হও”, এরপর বয়কট ‘ফুকরে ৩’ লিখে সকলকে আহ্বান জানানো হয়। একজন লিখেছেন, “বয়কটের সংগ্রাম চলছে, এবার ‘ফুকরে ৩’ এর পালা। ভারতীয় সেনাবাহিনীকে অপমান করার জন্য রিচা চাড্ডাকে বয়কট করুন। বলিউড আমাদের সংস্কৃতিকে উইপোকার মতো খাচ্ছে, তাই বয়কট করা দরকার। ”

‘ফুকরে ৩’ হল ফুকরে ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি যা ২০১৩ সালে মুক্তি পেয়েছিল। মৃগদীপ সিং লাম্বা পরিচালিত এই সিনেমায় রিচা তাঁর আইকনিক চরিত্র ‘ভলি পাঞ্জাবন’ চরিত্রে অভিনয় করেছেন। তিনি ছাড়াও এতে রয়েছেন আলি ফজল, পুলকিত সম্রাট, মনজোত সিং, আলি ফজল, পঙ্কজ ত্রিপাঠি এবং বরুণ শর্মা।

kalerkantho

সাম্প্রতিক একটি প্রেস কনফারেন্সে ভারতের উত্তরাঞ্চলীয় সেনা কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী মিডিয়াকে বলেছিলেন যে, “উপরমহল থেকে নির্দেশনা পেলেই পাক-অধিকৃত কাশ্মীর ছিনিয়ে নেবে ভারতীয় সেনা। ভারতীয় সেনাবাহিনী ভারত সরকারের দেওয়া যেকোনো আদেশ পালন করবে। যখনই এই ধরনের নির্দেশ দেওয়া হবে, আমরা সর্বদা সেটির জন্য প্রস্তুত থাকব। ” বুধবার (২৩ নভেম্বর) সেই টুইট শেয়ার করে ঠাট্টার ছলে রিচা লেখেন, ‘গালওয়ান ‘হাই’ বলছে। ’ রিচার সেই টুইট নিয়েই শুরু হয় বিতর্ক। ২০২০ সালে ভারত-চীনের মধ্যে গালওয়ান উপত্যকার সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনা নিহত হয়েছিল। সেই ক্ষত এখনো বয়ে বেড়াচ্ছে ভারতীয় সেনা। এমন একটি বিষয় নিয়ে রিচার মন্তব্য যেন ঝড় তুলল গোটা ভারতে! সামাজিক যোগাযোগ মাধ্যমে রিচা চাড্ডাকে তিরস্কার করে একের পর এক পোস্ট করা হয় এবং সমালোচনার ঝড় উঠে।

সূত্র : হিন্দুস্তান টাইমস

LEAVE A REPLY