ওমরাহ পালন করতে স্বামী আশফাকুর রহমান রবিনের সঙ্গে সৌদি আরবে গেছেন চিত্রনায়িকা পূর্ণিমা। ২৪ নভেম্বর সৌদি আরবে যান তাঁরা। মুসলমানদের ধর্মীয় তীর্থস্থান ঘুরে দেখবেন। মক্কায় কাবাঘর ও মদিনায় মহানবী (সা.)-এর রওজা জিয়ারতও করবেন।
সম্প্রতি বিয়ে করে আবার সংসারী হয়েছেন। পাত্র একটি বৃহৎ শিল্পপ্রতিষ্ঠানের বিপণন কর্মকর্তা আশফাকুর রহমান রবিন। তাঁর সঙ্গে উড়াল দিয়েছেন ওমরাহ পালনের উদ্দেশ্যে। বর্তমানে তিনি আছেন পবিত্র নগরী মদিনায়। আশফাকুর রহমান রবিনের ফেসবুক স্ট্যাটাস থেকে এ তথ্য জানা গেছে।
শুক্রবার পূর্ণিমাকে মদিনায় দেখা গেছে স্বামী ও কন্যার সঙ্গে। আজ শনিবার স্বামী-স্ত্রী দুজন একসঙ্গে ছবি দিয়ে দোয়া চেয়েছেন সবার কাছে।