উগ্রডান বেন-গাভির হচ্ছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী

জিউইশ পাওয়ার পার্টি নেতা ইতামার বেন-গাভির-ছবি:এএফপি

ইসরায়েলের কট্টর ডানপন্থী নেতা বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টির সঙ্গে জোট বাঁধছে দেশটির সমমনা উগ্র ডানপন্থী দল জিউইশ পাওয়ার পার্টি। চুক্তির অধীনে দলটির নেতা ইতামার বেন-গাভির হতে চলেছেন ইসরায়েলের নতুন জাতীয় নিরাপত্তা মন্ত্রী।

ইতামার বেন-গাভির নানাবিধ বিতর্কিত আরববিরোধী মন্তব্যের জন্য পরিচিত। এ ছাড়া অতীতে তাঁর বিরুদ্ধে উঠেছিল বর্ণবিদ্বেষের অভিযোগ।

চলতি মাসের শুরুতে লিকুদ এবং এর কট্টর-ডান মিত্ররা সাধারণ নির্বাচনে জয়লাভ করে। এরপর এলো নতুন জোট বাঁধার খবরটি। এই নির্বাচনে নাটকীয়ভাবে ফের ক্ষমতায় আসেন কয়েক দফা প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা নেতানিয়াহু।

চুক্তিতে পৌঁছানোর পর বেন-গাভির বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে বলেন, ‘আমরা পূর্ণ জোট সমঝোতার দিকে বড় একটি পদক্ষেপ নিয়েছি, যা হবে পুরোপুরি ডানপন্থী। ’

জিউইশ পাওয়ার পার্টি ছাড়াও অন্যান্য সম্ভাব্য জোট অংশীদারের সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছে নেতানিয়াহুর লিকুদ পার্টি।

নেতানিয়াহুর বিজয় অন্য ইসরায়েলি কট্টর ডানদেরও ক্ষমতার দিকে ধাবিত করছে বলে প্রতিবেদনে উলে­খ করেছে বিবিসি।

বেন-গাভির আগে থেকেই ইসরায়েলে এক বিতর্কিত ব্যক্তিত্ব। প্রয়াত উগ্রজাতীয়তাবাদী এবং প্রকাশ্য বর্ণবাদী মেইর কাহানের অনুসারী ছিলেন বেন-গাভির। কাহানের দল ইসরায়েলেই নিষিদ্ধ ঘোষিত হয়েছিল। যুক্তরাষ্ট্রের কাছ থেকেও সন্ত্রাসী গোষ্ঠীর তকমা পেয়েছিল দলটি। সূত্র : বিবিসি

LEAVE A REPLY