আগামী সপ্তাহেই স্থগিত টুইটার অ্যাকাউন্টকে ‘সাধারণ ক্ষমা’ : ইলন মাস্ক

ইলন মাস্ক -ছবি:এএফপি

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের নতুন মালিক ধনকুবের ইলন মাস্ক বলেছেন, আগামী সপ্তাহ থেকে কিছু স্থগিত অ্যাকাউন্টের জন্য ‘সাধারণ ক্ষমা’ ঘোষণা করা হবে।

বুধবার একটি জনমত জরিপ শুরু করার পরে ইলন মাস্ক বৃহস্পতিবার এ ঘোষণা দেন। জরিপে টুইটার ব্যবহারকারীদের জিজ্ঞাসা করা হয়েছিল, যে অ্যাকাউন্টগুলো আইন ভঙ্গ বা গুরুতর স্প্যামে জড়িত নয় সেগুলোকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটিতে ফিরিয়ে আনা উচিত কিনা।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো বেশ কয়েকজনের অ্যাকাউন্ট ইতিমধ্যেই ইলন মাস্ক ফিরিয়ে  দিয়েছেন।

বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি মাস্ক নানা টানাপোড়েনের পর গত মাসে ৪৪ বিলিয়ন ডলার দিয়ে টুইটার কিনেছেন।

৩১ লাখেরও বেশি টুইটার ব্যবহারকারী ইলন মাস্কের জরিপে মত দিয়েছেন। তাদের মধ্যে ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন ৭২ দশমিক ৪%।

টুইট করে মাস্ক বলেন, ‘লোকজন তাদের মত দিয়েছে। আগামী সপ্তাহেই ক্ষমা (অ্যামনেস্টি) শুরু হবে। ’ সূত্র: বিবিসি

LEAVE A REPLY