পশ্চিমবঙ্গে ভালুক ধরার ফাঁদে আটকা পড়ল চিতা বাঘ

ভারতের পশ্চিমবঙ্গের ডুয়ার্সের চা বাগানে ভালুকের আতঙ্ক ছড়িয়ে পড়ার পর ফাঁদ পেতেছিলেন বনকর্মীরা। ভালুক ধরার জন্য পেতে রাখা ফাঁদে আটকা পড়েছে চিতা বাঘ। আজ শনিবার জলপাইগুড়ির মেটেলি ব্লকের কিলকোট চা বাগানে ঘটনাটি ঘটে।

বন দপ্তর জানিয়েছে, ওই এলাকায় কিছুদিন আগে ভালুক দেখতে পান গ্রামের কয়েকজন বাসিন্দা।

এরপর ভালুকের আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুই সপ্তাহ আগে চা বাগানের ১২ এবং ১৩ নম্বর সেকশনের মধ্যবর্তী এলাকায় বন দপ্তরের পক্ষ থেকে ওই খাঁচা পাতা হয়। সেই খাঁচায়ই শুক্রবার গভীর রাতে ধরা পড়ে পূর্ণবয়স্ক পুরুষ চিতা বাঘটি।

স্থানীয়রা বলছেন, আজ শনিবার ভোরে বাগানের শ্রমিকরা ওই এলাকায় চিতা বাঘের গর্জন শুনতে পান। কাছে গিয়ে তারা দেখেন একটি চিতা বাঘ খাঁচায় বন্দি হয়েছে।  

ভালুক ধরার ফাঁদে চিতা বাঘ আটকা পড়ার খবর চাউর হতেই বহু মানুষের ভিড় লেগে যায়। বাঘটির ব্যাপারে খবর দেওয়া হয় বন বিভাগে। বনকর্মীরা এসে খাঁচাসহ চিতা বাঘ গরুমারায় নিয়ে যান।
সূত্র : আনন্দবাজার

LEAVE A REPLY