প্রতীকী ছবি
ভারতের পুণের বিমাননগরের বাসিন্দা ঈশান্ত শর্মা। প্রেমিকার কাছে নিজের ভাবমূর্তি ধরে রাখতে বিলাসবহুল একটি গাড়ি কেনার পরিকল্পনা করেন। সে অনুসারে চলতি মাসের শুরুর দিকে একটি গাড়ির দোকানে গিয়ে বিভিন্ন মডেল দেখে পছন্দও করেন। কথাবার্তা একরকম পাকা হয়ে যায়।
দোকানের মালিক নাদিম শেখ অভিযোগ করেছেন, নভেম্বর মাসের প্রথম সপ্তাহে অনলাইন ওয়েবসাইট দেখে গাড়ি পছন্দ করেছিলেন ঈশান্ত শর্মা। তারপর দোকানে এসে বলেছিলেন- দিন কয়েক বাদে তার মায়ের জন্মদিন। মায়ের জন্মদিন উপলক্ষে আধুনিক সব সুবিধাযুক্ত ওই গাড়িটি উপহার হিসেবে মাকে দিতে চান। গত ২০ নভেম্বর দুই লাখ ৮০ হাজার রুপিতে ব্যবহৃত গাড়িটি কেনার কথা চূড়ান্ত হয়।
অভিযোগ উঠেছে, কথা পাকা করার পরের দিন ঈশান্ত শর্মা তার ভাই, মা এবং বান্ধবীকে গাড়িটি দেখানোর কথা বলে নিয়ে যাওয়ার আবদার করেন। একপর্যায়ে গাড়িটি তাকে নিয়ে যেতে দেন দোকানের মালিক নাদিম শেখ। কিন্তু দীর্ঘ সময় পার হয়ে গেলেও ঈশান্ত ফিরে আসেননি; এতে করে তাদের সন্দেহ হয় ঈশান্তের ব্যাপারে। পরে পুলিশে অভিযোগও জানানো হয়।
পুলিশ জানিয়েছে, অভিযোগ পেয়েই তারা গাড়িটির খোঁজ শুরু করেন। আধুনিক সব সুবিধা থাকায় গাড়িটির অবস্থান শনাক্ত করে তা খুঁজে বের করতে সুবিধা হয়। অবশেষে ঈশান্তকে গ্রেপ্তার করা হয়।
জিজ্ঞাসাবাদে ঈশান্ত স্বীকার করেছেন, প্রেমিকার মন জয় করতে বিলাসবহুল এই গাড়িটি চুরি করার ছক কষেছিলেন তিনি।
সূত্র : হিন্দুস্তান টাইমস