পুরীর জগন্নাথ মন্দির
ভারতে ওড়িশার বিখ্যাত স্থান পুরীর জগন্নাথ মন্দিরের মধ্যে স্মার্টফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞার কবলে পড়লেন পুলিশের সদস্যরাও। মন্দির চত্বরের মধ্যে পুলিশ সদস্যদের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হলো। নির্দেশটি দিয়েছেন পুরীর পুলিশ সুপার কানওয়ার বিশাল সিং।
জগন্নাথ মন্দিরের মধ্যে ছবি তোলা ও ভিডিও ধারণ নিষিদ্ধ।
কিন্তু নিয়ম না মেনে নানা সময় মন্দিরের ভেতরের ছবি ও ভিডিও ধারণ করতে দেখা গেছে দর্শনার্থীদের।
সম্প্রতি মন্দিরের ভেতরের ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন বিদেশি একজন ইউটিউবার। সেই ছবি ভাইরাল হতেই বিতর্ক শুরু হয়।
পুরো বিষয়টি নজরে আসতেই তৎপর হয় মন্দির কর্তৃপক্ষ। ‘শ্রী জগন্নাথ টেম্পল অ্যাডমিনিস্ট্রেশন’ বা এসজেটিএর চেয়ারম্যান ভিএস চন্দ্রশেখর রাও বলেছেন, সিংহদ্বার থানায় ওই ইউটিউবারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। নিরাপত্তার কোনো গাফিলতি হয়নি। তবে আমরা নিরাপত্তা আরো কড়া করব।
ওই ঘটনার পর মন্দিরের মধ্যে এবার পুলিশ সদস্যদেরও স্মার্টফোন ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া