আওয়ামী লীগের চেয়েও বিএনপির বড় লক্ষ্য শেখ হাসিনা : সেতুমন্ত্রী

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের মানুষের কষ্ট সামাল দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিবারাত্রি পরিশ্রম করে যাচ্ছেন। দিনে তিনি মাত্র তিন থেকে সাড়ে তিন ঘণ্টা ঘুমান। আমি জিজ্ঞেস করেছি, আপনি কয় ঘণ্টা ঘুমান? তিনি জানিয়েছেন, তিন থেকে সাড়ে তিন ঘণ্টা। দেশের জন্য, মানুষকে বাঁচাতে, তাদের কষ্ট সামাল দিতে তিনি দিবারাত্রি পরিশ্রম করে যাচ্ছেন।

আজ শনিবার (২৬ নভেম্বর) সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সহযোগী সংগঠন মহিলা আওয়ামী লীগের ৬ষ্ঠ জাতীয় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে দ্রব্যমূল্য বেড়েছে। এতে মানুষের কষ্ট হচ্ছে, তা আওয়ামী লীগ স্বীকার করে। যুদ্ধ ও নিষেধাজ্ঞার শিকার আমরা। নেত্রী এটা স্বীকার করেন।

তিনি বলেন, বিএনপির এ কথা, সে কথা, তাদের মূল টার্গেট এখনও শেখ হাসিনাকে হঠানোই মূল লক্ষ্য তাদের। আওয়ামী লীগের চেয়েও তাদের বড় লক্ষ্য শেখ হাসিনা। বঙ্গবন্ধুকন্যাকে তারা নিশ্চিহ্ন করতে চায়।

কাদের আরো বলেন, শেখ হাসিনা দেশের নারীদের গর্ব। শেখ হাসিনা আছেন বলেই বাবার সঙ্গে মায়ের নাম সন্তানের পরিচয় পত্রে যুক্ত হয়েছে। এক জেলার এসপিকে কল করলাম ধরলেন নারী, ওসি নারী। অনেক জেলার ডিসিকে কল করলাম, নারী কণ্ঠ। হাইকোর্টরে বিচারককে কল করলাম নারী কণ্ঠ। নারী আর নারী। গোটা প্রশাসনে শুধু নারী। সেনাবাহিনীর মেজর জেনারেলও নারী। সচিবালয়ের বেশ কয়েকজন সচিব, গুরুত্বপূর্ণ অর্থ সচিবও নারী। নারীদের এ সম্মান শেখ হাসিনাই দিয়েছেন বলেও জানান তিনি।

LEAVE A REPLY