স্থানীয় নির্বাচনে পরাজয়ের পর ক্ষমতাসীন ডেমোক্র্যাটিক পিপলস পার্টির (ডিপিপি) প্রধানের পদ থেকে ইস্তফা দিলেন তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন। বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় শনিবার পদত্যাগের ঘোষণা দিয়েছেন তিনি।
দেশটির বিরোধী দল কুমিংটাং পার্টি (কেএমপি) চীনপন্থী হিসেবে পরিচিত। শনিবারের নির্বাচনে রাজধানী তাইপে ছাড়াও গুরুত্বপূর্ণ আসনগুলোতে জিতেছে।
তাইওয়ানকে কেন্দ্র করে চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে বড় ধরনের ভূ-রাজনৈতিক দ্বন্দ্ব তৈরি হওয়ায় সেখানকার নির্বাচনের ব্যাপারে বিশ্বব্যাপী আগ্রহ সৃষ্টি হয়েছে।
চীনের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন এই নির্বাচনকে গণতন্ত্রের জন্য ভোট হিসেবে আখ্যায়িত করেছিলেন। কিন্তু শেষ রক্ষা হলো না।
গতকাল সন্ধ্যায় পদত্যাগের কথা জানিয়ে সংক্ষিপ্ত এক বক্তৃতায় তিনি সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, নির্বাচনের ফল আশানুরূপ নয়। প্রার্থীদের নিজ হাতে বাছাই করার যে দায়িত্বটি তিনি নিয়েছিলেন, ভোটে হারের দায় কাঁধে নেবেন। দলীয় প্রধানের পদ ছাড়লেও প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব চালিয়ে যাবেন তিনি।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, গতকালের নির্বাচনে ডিপিপি হেরে যাওয়ায় দেশটিতে চীনের হুমকি নিয়ে দীর্ঘস্থায়ী উদ্বেগের বিষয়টি আরো প্রকট আকার ধারণ করতে পারে।
যদিও আন্তর্জাতিক পর্যবেক্ষক এবং ক্ষমতাসীন দল তাইওয়ানের প্রতিবেশী চীনের দীর্ঘমেয়াদি অস্তিত্বের হুমকির সঙ্গে নির্বাচনকে যুক্ত করার চেষ্টা করেছে।
তাইওয়ানের ৯টি শহর ও ১৩টি কাউন্টির মেয়র ও সিটি কাউন্সিল সদস্য নির্বাচনে গতকাল ভোট হয়েছে। ভোটে অধিকাংশ মেয়র পদে বিরোধী দলের প্রার্থীদের বেছে নিয়েছেন ভোটাররা। এমনকি রাজধানী তাইপেতে মেয়র নির্বাচিত হয়েছেন বিরোধী দলের প্রার্থী চিয়াং ওয়ান-আন।
সূত্র : বিবিসি