চীনে করোনা বিধি-নিষেধের বিরুদ্ধে জোরালো হচ্ছে বিক্ষোভ

চীনের উরুমকির একটি আবাসিক ভবনে আগুনে ১০ জনের প্রাণহানির পর দেশটিতে করোনা বিধি-নিষেধের বিরুদ্ধে বিক্ষোভ জোরদার হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় বিদেশি সাংবাদিকদের পোস্ট করা ভিডিওতে সাংহাইয়ে কয়েক হাজার মানুষকে রাস্তায় নেমে অগ্নিকাণ্ডে নিহতদের স্মরণ এবং করোনা বিধি-নিষেধের বিরুদ্ধে বিক্ষোভ করতে দেখা গেছে।

বিবিসি জানিয়েছে, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ওইসব ভিডিওতে শত শত বিক্ষোভকারীর মুখে চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের পদত্যাগের দাবি শোনা গেছে।

উরুমকিতে আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের জন্য সেখানে লকডাউন দেওয়াকে দায়ী করছেন চীনের অনেকেই।

তবে কর্তৃপক্ষ এই দায় অস্বীকার করেছে।  

এদিকে শুক্রবার রাতে উরুমকির স্থানীয় প্রশাসন দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়ে বলেছে, কেউ দায়িত্বে অবহেলা করে থাকলে তাকে শাস্তি দেওয়া হবে।

চীনে সম্প্রতি ‘শূন্য কভিড’ নীতির বিরুদ্ধে অনেক কর্মসূচি হয়েছে। ওইসব কর্মসূচিতে শি চিনপিং ও চীনা সরকারের বিরুদ্ধে নিজেদের ক্ষোভ প্রকাশ করেছেন দেশটির বাসিন্দারা।

চীনে ‘শূন্য কভিড’ নীতি ব্যাপক কঠোর। এই নীতিতে করোনা শূন্যে নামিয়ে আনার লক্ষ্যে কর্তৃপক্ষ হুটহাট যেসব লকডাউন দিচ্ছে, তা নিয়ে দেশটিতে অনেকের মধ্যেই অসন্তোষ দেখা গেছে।   তবে এত কঠোর বিধি-নিষেধের পরেও চলতি সপ্তাহে চীনে মহামারি শুরুর পর সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে।
সূত্র : বিবিসি

LEAVE A REPLY