ও ইয়ং সু
যৌন হেনস্তার অভিযোগের পরিপ্রেক্ষিতে দক্ষিণ কোরিয়ায় জনসেবা বিজ্ঞাপনের একটি সিরিজ থেকে বাদ পড়েছেন ‘স্কুইড গেম’ তারকা ইয়ং সু। গোল্ডেন গ্লোব পুরস্কার বিজয়ী ৭৮ বছর বয়সী এই অভিনেতা কোরিয়ান শহর জিওনজুতে একটি আসন্ন মঞ্চ নাটকে সহ-অভিনেতার ভূমিকা থেকেও সরে এসেছেন।
দক্ষিণ কোরিয়ার সংস্কৃতি, ক্রীড়া ও পর্যটন মন্ত্রণালয় ঘোষণা করেছে, তারা জনস্বার্থে করা বিজ্ঞাপনগুলো প্রত্যাহার করবে, যেগুলোতে অভিনেতা কাজ করেছেন। কোরিয়ান হেরাল্ডের মতে, অভিযোগের পরে দক্ষিণ কোরিয়া সরকারের ইউটিউব চ্যানেল এবং অফিশিয়াল ওয়েবসাইটগুলো থেকে অভিনেতার ছবিযুক্ত পোস্টগুলোও বাদ দেওয়া হয়েছে।
দক্ষিণ কোরিয়ার সুওন শহরের প্রসিকিউটররা শুক্রবার (২৫ নভেম্বর) প্রকাশ করেছেন, ২০১৭ সালে একজন নারীকে অনুচিতভাবে স্পর্শ করার অভিযোগে ইয়ং সুকে অভিযুক্ত করা হয়েছিল। পরে তাকে আটক ছাড়াই ছেড়ে দেওয়া হয়েছিল। অভিযুক্ত ভুক্তভোগী ২০২১ সালের ডিসেম্বরে অভিযোগ দায়ের করেছিলেন এবং ফেব্রুয়ারিতে মামলাটি প্রসিকিউটরদের কাছে পাঠানো হয়েছিল। পুলিশ এপ্রিল মাসে মামলাটি খারিজ করে দেয়, কিন্তু ভুক্তভোগী নারী পুলিশের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার পর প্রসিকিউটররা পুনরায় তদন্ত শুরু করেন। স্থানীয় রিপোর্ট অনুযায়ী, অভিনেতা ইয়ং সু এই অভিযোগ অস্বীকার করেছেন।

‘স্কুইড গেম’-এ অভিনয় করে সকলের মন জয় করেছেন ও ইয়ং সু
ও ইয়ং সু দক্ষিণ কোরিয়ার সবচেয়ে জনপ্রিয় অভিনেতাদের মধ্যে একজন। নেটফ্লিক্স সারভাইভাল গেম শো ‘স্কুইড গেম’-এর বিশ্বব্যাপী জনপ্রিয়তার জন্য তিনি সর্বাধিক আলোচনায় উঠে আসেন। সিরিজটিতে ০০১ নম্বর খেলোয়াড় হিসেবে অভিনয় করেছেন তিনি। ১৯৪৪ সালে কাইসোংয়ে জন্মগ্রহণ করেন অভিনেতা, যা এখন উত্তর কোরিয়ার একটি অংশ। এই অভিনেতা ২০০টিরও বেশি মঞ্চ নাটকে অভিনয় করেছেন। স্কুইড গেম ছাড়াও তিনি ‘চকোলেট’, ‘গড অব ওয়ার’, ‘দ্য গ্রেট কুইন সিওনডিওক’ এবং ‘মুন রিভার’-এর মতো টিভি সিরিজে অভিনয় করেছেন।
সূত্র : দ্য হলিউড রিপোর্টার