শতাব্দী রায়\
আসানসোল আদালতে হাজির হয়েছেন বীরভূমের তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী শতাব্দী রায়। যা রীতিমতো সাড়া ফেলে দেওয়ার মতো কাণ্ড। রবিবার (২৭ নভেম্বর) অভিনেত্রীকে আসানসোল আদালতে দেখা গেছে। আইনজীবী হিসেবে আদালতে উপস্থিত হয়েছিলেন অভিনেত্রী।
তবে বাস্তবে নয়। নতুন চলচ্চিত্রের জন্যই এমন সাজ।
আসলে এদিন আদালত চত্বরে আগামী সিনেমার শ্যুটিংয়ের জন্য হাজির হয়েছিলেন শতাব্দী। একটি হিন্দি সিনেমার শ্যুটিং করেছেন তিনি। সিনেমার নাম ‘দ্য জঙ্গিপুর ট্রায়াল’। সিনেমায় এক আইনজীবীর চরিত্রে অভিনয় করছেন শতাব্দী।
শুটিংয়ে শতাব্দী রায়
প্রসঙ্গত, গরু পাচার মামলায় সিবিআইয়ের তোপে রয়েছেন তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। প্রায় ১০০ দিনেরও বেশি সময় ধরে আদালতে চক্কর কাটছেন অনুব্রত। সিবিআই আদালতে বারবার হাজিরা দিয়েও জামিন পাননি। আসানসোল বিশেষ সংশোধনাগার তাঁর বর্তমান ঠিকানা। আসানসোল আদালত থেকে সংশোধনগারের দূরত্ব খুব বেশি হলে আড়াইশো মিটার।
রবিবার দিনভর আদালতে চত্বরে শ্যুটিং করেছেন শতাব্দী। কিন্তু অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করতে যাননি তিনি। অনুব্রতর প্রসঙ্গ উঠতেই শতাব্দী বললেন, ‘আইন আইনের পথেই চলছে। আইনি লড়াই চলবে। ’
প্রায় এক দশক রুপোলি পর্দা থেকে দূরে ছিলেন শতাব্দী। ‘দ্য জঙ্গিপুর ট্রায়াল’ সিনেমার হাত ধরে রুপোলি পর্দায় কামব্যাক করছেন অভিনেত্রী। ভিন্ন ধারার বাস্তবিক চিত্রনাট্য, কোর্ট রুম ড্রামা নিয়েই নির্মিত হচ্ছে এই চলচ্চিত্র। পরিচালনা করছেন দেবাদিত্য বন্দ্যোপাধ্যায়। সিনেমাতে আইনজীবীর ভূমিকায় রয়েছেন শতাব্দী রায়। সিনেমাতে আরো অভিনয় করছেন কবীর বেদী, জাভেদ জাফরি, রাজেশ খট্টর, জাকির হুসেন, অমিত বহেলরা।
সূত্র : হিন্দুস্তান টাইমস বাংলা