মেয়ে অনন্যাকে নিয়ে মুখ খুললেন চাঙ্কি পান্ডে

অনন্যা ও চাঙ্কি পান্ডে (ডান থেকে)

‘লাইগার’ ছবির হাত ধরেই বলিউডে আত্মপ্রকাশ করেন দক্ষিণী সুপারস্টার বিজয় দেবেরকোন্ডা। ছবিতে নায়িকার ভূমিকায় অভিনয় করেন অভিনেতা চাঙ্কি পান্ডের সুযোগ্য কন্যা অনন্যা পান্ডে। তবে ছবিটি নিয়ে নির্মাতারা যতটা প্রত্যাশা রেখে ছিলেন তার একগুনও আশা পূরণ করতে পারেনি এই ছবি।  

এদিকে ধুমধাম করে এই ছবির প্রচার সেরেছিলেন বিজয়-অনন্যা।

  ছবিটি মুক্তির দুইদিনের মাথায় একেবারে মুখ থুবড়ে পড়েছিল। ছবিটি যত টাকা দিয়ে নির্মিত হয়েছিল তা তো দূরের কথা, সেই অর্থের একাংশও আয় হয়নি।

বরং ছবিটির ব্যর্থতায় আঘাত আসে পরিচালক পুরি জগন্নাথের ওপর। পাওনাদাররা তাঁর বাড়ির সামনে গিয়েও নানা কাণ্ড করেছিল। এমনকী অনন্যার উপরেও একাধিক অভিযোগ উঠেছিল যে, সে অভিনয় করেছিলেন বলেই ছবিটি ব্যর্থ হয়, অনন্যা একেবারেই অভিনয় করতে পারেনা। এছাড়া ছবির ব্যর্থতা বিজয়কেও অনেকটা ভেঙে দিয়েছিল।  

লাইগারের ব্যর্থতা নিয়ে সম্প্রতি মুখ খুললেন অনন্যার বাবা চাঙ্কি পান্ডে। একটি নিউজ পোর্টালের সঙ্গে সাক্ষাৎকারে, চাঙ্কি বলেন, তিনি চলচ্চিত্রকে ১০০ শতাংশ দেবেন। যখন কিছু ভুল হয়ে যায় তখন আপনি বিধ্বস্ত বোধ করেন। কিন্তু আপনাকে ভুল নিয়েই বাঁচতে হবে এবং এগিয়ে যেতে হবে। এটি একটি চতুর ব্যবসা, এবং অনন্যাও এই সম্পর্কে সচেতন।

চাঙ্কি আরও বলেন, “অনন্যার শোবিজের এরকম ঝুঁকি সম্পর্কে যথেষ্ট বোঝাপড়া রয়েছে। আপনি আপনার যেকোন কাজেই ১০০ শতাংশ আশা করবেন ভালো ফলাফলের জন্যে, কিন্তু সবসময় তা নাও হতে পারে। অথচ আপনি কোনো কাজকে শুন্য বলে মনে করলে সেটিই ১০০ শতাংশ ফলাফল করবে। কখনই কোনো কিছুকে অবমূল্যায়ন বা অতিমূল্যায়ন করবেন না। ” 

সিনিয়র অভিনেতা আরও যোগ করেছেন, ”লাইগার’ একটি বহুভাষা চলচ্চিত্র, যা খুব ভাল প্রচারিত হয়েছিল এবং ছবিতে দুর্দান্ত সংগীত ছিল। এতে প্রায় ৪০০ জন কাজ করছেন। অভিনেতা হিসাবে, আপনি কেবল ক্যামেরার সামনে এর কিছুটা অংশ দেখেন, আপনি জানেন না ক্যামেরার পেছনে কী ঘটছে। সুতরাং, আমরা কখনই জানি না শেষ ফলাফল কী হবে। তবে এগিয়ে যেতে হবে। ” 

লাইগারে আরও অভিনয় করেছিলেন, রাম্যা কৃষ্ণান, রনিত রায়, মকরন্দ দেশপান্ডে এবং অন্যান্যরা।

LEAVE A REPLY