এবার সব ক্যাটাগরির লাইভ সম্প্রচার করবে ‘অস্কার’

অস্কার

গত বছর ৬৪তম অস্কার পুরস্কার অনুষ্ঠানের বেশ কিছু বিষয় নিয়ে সমালোচনা হওয়ার পর এবার অনেক বড় পদক্ষেপ নিতে যাচ্ছে একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। ২০২৩ একাডেমি পুরস্কার অনুষ্ঠানে ২৩টি বিভাগের লাইভ সম্প্রচার দেখাবে অস্কার কর্তৃপক্ষ।

একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা বিল ক্রেমার মঙ্গলবার (২৯ নভেম্বর) গণমাধ্যম ভ্যারাইটিকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘আমি নিশ্চিত করতে পারি যে সব বিভাগ লাইভ টেলিকাস্টে অন্তর্ভুক্ত করা হবে।

kalerkantho

বিল ক্রেমার আরো বলেছেন, ‘আমরা এমন একটি শো করার জন্য প্রস্তুতি নিচ্ছি যা কারিগরি, শিল্প, বিজ্ঞান এবং চলচ্চিত্র নির্মাণের সহযোগী বিষয়গুলোকে বিনোদনমূলক এবং আকর্ষক উপায়ে দর্শকদের মাঝে উপস্থাপন করবে। ‘

২০২২ সালের একাডেমি অ্যাওয়ার্ডের মূল সম্প্রচার থেকে মূল স্কোর, মেকআপ এবং হেয়ারস্টাইলিং, ডকুমেন্টারি শর্ট, ফিল্ম এডিটিং, প্রডাকশন ডিজাইন, এনিমেটেড শর্ট, লাইভ অ্যাকশন শর্ট এবং সাউন্ডের মতো আটটি ভিন্ন ভিন্ন অস্কার বিভাগ কেটে বাদ দেওয়া হয়েছিল, যা অনেক ক্ষোভের জন্ম দিয়েছে দর্শকদের মনে। চলচ্চিত্রশিল্পজুড়েও বিষয়টি নিয়ে সমালোচনা হয়েছে। তাই এ বছর অস্কারের লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত নিয়েছেন আয়োজকরা।  

এদিকে জিমি কিমেল তৃতীয়বারের মতো অস্কার সঞ্চালনা করতে যাচ্ছেন। এর আগেও পরপর দুইবার অস্কার সঞ্চালনা করেছিলেন তিনি। অস্কারের মঞ্চে তিনি বেশ জনপ্রিয় একজন।

kalerkantho

জিমি কিমেল

এ বছর অস্কার প্রযোজনা করবেন হোয়াইট চেরি এন্টারটেইনমেন্টের নির্বাহী প্রযোজক এবং শোরনার গ্লেন ওয়েইস এবং রিকি কিরশনার। পরিচালনার দায়িত্বে থাকবেন ওয়েইস। ওভেশন হলিউডের ডলবি থিয়েটার থেকে ২০২৩ সালের ১২ মার্চ ৯৫তম একাডেমি অ্যাওয়ার্ড (অস্কার) অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি ‘এবিসি’সহ বিশ্বব্যাপী ২০০টিরও বেশি অঞ্চলে সরাসরি সম্প্রচার করা হবে।

সূত্র : ভ্যারাইটি ডটকম

LEAVE A REPLY