গুজরাট বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু

আজ স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৮টায় শুরু হয়েছে গুজরাট বিধানসভা নির্বাচনের প্রথম ধাপে ভোটগ্রহণ। দুই ধাপে চলবে এই ভোটগ্রহণ।  

 কচ্ছ অঞ্চলের ১৯টি জেলা এবং রাজ্যের দক্ষিণাঞ্চলের মোট ১৮২টি আসনের মধ্যে প্রথম ধাপে ৮৯টি আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে। বাকি ৯৩টি আসনে দ্বিতীয় ধাপে ভোট হবে আগামী সোমবার।

৭৮৮ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণে এই ভোটগ্রহণ শুরু হলো। এদের মধ্যে ৩৩৯ জন নির্দলীয় প্রার্থী। ১৪ হাজার ৩৮২টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলছে। এর মধ্যে তিন হাজার ৩১১টি শহরে এবং বাকি ১১ হাজার ৭১টি গ্রামে।

এবার গুজরাটে মোট ভোটার প্রায় পাঁচ কোটি। ভারতের জাতীয় নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে এই ভোটগ্রহণ। এই  নির্বাচনে ৩৯টি রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বিতা করছে। প্রথম ধাপের ৮৯ আসনের সব কটিতেই বিজেপি-কংগ্রেস লড়ছে। একটি বাদে ৮৮ আসনে লড়ছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিয়ালের দল আম আদমি পার্টি।

সূত্র : হিন্দুস্তান টাইমস

LEAVE A REPLY