বিশ্বের কল্যাণে মৌলিক পরিবর্তন চাই, জি২০ সভাপতিত্ব নিয়ে মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-ছবি:এএফপি

বিশ্বের প্রভাবশালী ও শীর্ষ অর্থনীতির দেশগুলোর জোট জি২০-এর সভাপতিত্ব আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছে ভারত। ১৯টি বড় অর্থনীতির দেশ ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) একত্রে এ জোটের সদস্য।  

 বৃহস্পতিবার জি২০-এর সভাপতিত্ব গ্রহণকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সমগ্র মানবজাতির কল্যাণের জন্য মানসিকতায় মৌলিক পরিবর্তন আনার আহ্বান জানিয়েছেন।
নরেন্দ্র মোদি বলেন, ‘আগামী এক বছর সভাপতি হিসেবে ভারতের কর্মকাণ্ড হবে ‘অন্তর্ভুক্তিমূলক, উচ্চভিলাষী এবং কর্মমুখী’।

বিষয়গুলো গণবিধ্বংসী অস্ত্র দ্বারা সৃষ্ট ঝুঁকি হ্রাস এবং বৈশ্বিক নিরাপত্তা বাড়াতে উত্সাহিত করবে বলেও মত দেন তিনি।
জি২০-এর সভাপতি হিসেবে অর্থনৈতিক মন্দা এবং জলবায়ু পরিবর্তনের সংকটের মতো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় সন্ত্রাস দমন এবং বৈশ্বিক ঐক্য রক্ষাকে মূল লক্ষ্য রাখছে ভারত।
টেকসই ঋণব্যবস্থা এবং দুর্যোগ ও জলবায়ু সহনশীল অবকাঠামো তৈরিতে ঐকমত্য গড়ে তুলতে চায় ভারত সরকার। আগামী এক বছরে দেশজুড়ে জি২০ জোটের ২০০টির বেশি বৈঠকের আয়োজন করা হবে। এই সপ্তাহে উদয়পুরে হবে প্রথম বৈঠক। ২০২৩ সালের সেপ্টেম্বরে নয়াদিল্লিতে হবে জোটের শীর্ষ সম্মেলন।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এ উপলক্ষে বলেন, ‘জি২০ সদস্য দেশগুলো মূল বিষয়গুলোর মধ্যে সাধারণ ভিত্তি তৈরি করতে চায়। সভাপতি হিসেবে আমাদের প্রচেষ্টা হলো, বৃহত্তর আলোচনার মাধ্যমে সেই ঐকমত্যকে আরো প্রাসঙ্গিক করা। ’ 
গত নভেম্বরে ইন্দোনেশিয়ায় আয়োজিত শীর্ষ সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে ভারতের হাতে প্রথমবারের মতো প্রভাবশালী এই জোটের সভাপতিত্ব হস্তান্তর করা হয়।  
সূত্র :এনডিটিভি


LEAVE A REPLY