গুজরাটে প্রথম দফায় ভোট পড়েছে মাত্র ৫৭ শতাংশ

ভোট দিচ্ছেন গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রূপাণী-ছবি সৌজন্য পিটিআই/আনন্দবাজার পত্রিকা

ভারতের গুজরাটের বিধানসভা নির্বাচনের বৃহস্পতিবার অনুষ্ঠিত প্রথম দফায় প্রায় ৫৭ শতাংশ ভোট পড়েছে। তুলনামূলকভাবে কম ভোট পড়ায় নানা জল্পনা হচ্ছে ক্ষমতাসীন বিজেপি শিবিরে।

রাজ্যের মোট ১৮২টি বিধানসভা আসনের মধ্যে প্রথম দফায় কচ্ছ-সৌরাষ্ট্র এবং দক্ষিণ গুজরাটের ১৯টি জেলার ৮৯ আসনে ভোটগ্রহণ হয় বৃহস্পতিবার।

২০১৭ সালের বিধানসভা ভোটে এই ৮৯টি আসনের মধ্যে বিজেপি ৪৮টি জিতেছিল।

কংগ্রেস ও তার সহযোগীরা জিতেছিল ৪০টিতে।

বিভিন্ন দলের ৭৮৮ জন প্রার্থীর ভাগ্যে কী রয়েছে, তা জানতে অপেক্ষা করতে হবে ৮ ডিসেম্বর পর্যন্ত। সেদিনই হবে ফল ঘোষণা।

রাজ্যের মুখ্য নির্বাচনী কর্মকর্তার দপ্তর থেকে জানানো হয়েছে, সকাল ৮টা থেকে ১৪ হাজার ৩শ ৮২টি বুথে ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকেল ৫টা পর্যন্ত। মোদি-শাহের রাজ্যের ৪ কোটি ৯১ হাজার ভোটারের মধ্যে প্রথম দফায় ভোট দেওয়ার কথা ছিল ২ কোটি ৩৯ লাখের। দ্বিতীয় দফায় উত্তর ও মধ্য গুজরাটের ৯৩টি আসনে ভোট হবে আগামী সোমবার।

২০১৭ সালের বিধানসভা নির্বাচনে গুজরাটে ভোটদানের হার ছিল ৬৯ শতাংশের একটু বেশি। এর সঙ্গে এবারের প্রথম দফার নির্বাচনে ভোটদানের হারের তুলনা করলে এটা স্পষ্ট, এবার বেশ কম মানুষ ভোটপ্রক্রিয়ায় অংশ নিয়েছেন। সূত্র: আনন্দবাজার পত্রিকা

LEAVE A REPLY