পাঁচ মিনিটে গোল; রোনালদোর ভুলে ২৭ মিনিটে সমতা!

ছবি : এএফপি

ইনজুরির জল্পনাকে উড়িয়ে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মাঠে নেমেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তার দলের শুরুটাও হয়েছে দুর্দান্ত। পঞ্চম মিনিটেই গোল দিয়ে এগিয়ে যাওয়া পর্তুগাল দ্রুতই গোল খেয়ে বসে। সেটাও আবার সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর ভুলে।

শেষ পর্যন্ত ১-১ সমতায় শেষ হয়েছে পর্তুগাল-দক্ষিণ কোরিয়া ম্যাচের প্রথমার্ধ।

কাতারের এডুকেশন সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ৫ম মিনিটে পাল্টা আক্রমণ থেকে পর্তুগালকে এগিয়ে দেন রিকার্ডো হোর্তা। ডানদিক থেকে ক্রসে তাকে বল বাড়িয়ে দেন দিয়েগো দালোত। বক্সের ভেতরে সেটাতে কোনোরকমে পা লাগিয়ে দূরের পোস্ট দিয়ে জালে পাঠান হোর্তা।

কিন্তু কে জানত, ২২ মিনিট পরেই ম্যাচে ফিরবে সমতা? ২৭তম মিনিটে বামদিক থেকে উড়ে আসা বল রোনালদোর পিঠে লেগে গোললাইনের সামনে পড়ে। কালক্ষেপণ না করে কিম সেউং-গিউ টোকা দিয়ে জালে জড়ান। প্রথমার্ধের শেষদিকে কোরিয়ার দূর্গে বেশ কয়েকটি আক্রমণ চালিয়েছে পর্তুগাল। একটাও সফল হয়নি।

LEAVE A REPLY