গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে বেঞ্চ পরীক্ষা করে নিচ্ছে ব্রাজিল। ‘জি’ গ্রুপ থেকে আগেই দ্বিতীয় পর্ব নিশ্চিত করা সেলেসাওরা আজ শুরুর একাদশে ৯টি পরিবর্তন নিয়ে নেমেছে ক্যামেরুনের বিপক্ষে। লুসাইল স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধ শেষ হয়েছে গোলশূন্য অবস্থায়।
গ্রুপের অপর ম্যাচে সার্বিয়া লড়ছে সুইজারল্যান্ডের বিপক্ষে।
স্টেডিয়াম ৯৭৪-এ সেই ম্যাচের প্রথমার্ধ শেষ হয়েছে ২-২ গোলে। সুইজারল্যান্ডের হয়ে গোল করেছেন জাদরান শাকিরি ও ব্রিট এম্বালো। সার্বিয়ার পক্ষে গোল পেয়েছেন আলেক্সান্দ্রো মিত্রভিচ ও দাসুন ভ্লাহোভিচ।