‘বল ভেতরে জার্মানি বাইরে’ বিখ্যাত দৈনিক দ্য টাইমস-এর গতকালের শিরোনাম। স্পেনের বিপক্ষে জাপানের ৫১ মিনিটে করা বিতর্কিত দ্বিতীয় গোলটাই বদলে দিয়েছে বিশ্বকাপের মানচিত্র।
আসলেই তাই। কোরু মিতোমার যে পাসে আয়ো তানাকা গোল করেছেন, সেটা লাইনের বাইরে চলে গেছে ভেবে শুরুতে গোলই দেননি রেফারি।
পরে ভিএআরে রিপ্লে দেখে সিদ্ধান্ত বদলান রেফারি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি দেখে মনে হতে পারে বল লাইন পেরিয়ে গিয়েছিল। কিন্তু ভিএআর সিদ্ধান্ত দিয়েছে ফিফার ‘অ্যারিয়াল ভিউ’ আইনে (ওপর থেকে দেখা)। তাতে বলের ১০০ শতাংশ বাইরে না যাওয়ায় গোল দেওয়া হয়েছে জাপানকে। তাছাড়া বল যেহেতু গোলাকার তাই শুধু বলের নীচের অংশ দেখলে চলবে না, যে কোন অংশ গোল লাইনের ভেতরে থাকলেই খেলা চলবে। মার্কা