ছবি: সংগৃহীত
কাতার বিশ্বকাপে সেমি ফাইনালে যাওয়ার বিজয় উদযাপনকালে ফ্রান্সের প্যারিসের মরক্কো ও ফ্রান্সের সমর্থকদের পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে। স্থানীয় সময় শনিবার (১০ ডিসেম্বর) রাতে দেশটির চ্যাম্পস এলিসিসে ওপর কাঁদানে গ্যাস ছোড়ে প্যারিসের পুলিশ।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, কাতার বিশ্বকাপে মরক্কো ও পতুর্গালের ম্যাচ অনুষ্ঠিত হওয়ার পর প্যারিসের জনপ্রিয় অ্যাভিনিউতে জড়ো হন মরক্কোর হাজার হাজার সমর্থক। ইংল্যান্ডের বিপক্ষে ফ্রান্সের জয়ের পর আরও অনেকে যোগ দেন তাদের সঙ্গে। পরিস্থিতি সামাল দিতে সেখানে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। এক পর্যায় পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে সমর্থকদের ছত্রভঙ্গ করে দেয়।
ভিডিও ফুটেজে দেখা গেছে, লোকজন দোকানপাট ভাঙচুর করছে এবং পুলিশের সঙ্গে সংঘর্ষ চলছে। চ্যাম্পস এলিসিসের কাছাকাছি অ্যাভিনিউ ফ্রিডল্যান্ডেও সংঘর্ষ হয়।
প্রতিবেদনে বলা হয়, ফাইনালে ওঠার লড়াইয়ে ১৫ ডিসেম্বর মরক্কোর মুখোমুখি হবে ফ্রান্স। এই দুই দলের সমর্থকরা একত্রে জয় উদযাপন করলে সংঘর্ষ বেধে যাওয়ার শঙ্কা থাকেই। মূলত সে কারণেই আগাম সতর্কতা হিসেবে তাদের আলাদা করতেই ছত্রভঙ্গ করে পুলিশ।কেএইচ