ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের উন্মাদনায় ঝরল ৩ প্রাণ

ছবি: সংগৃহীত

ফিফা ফুটবল বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের উন্মাদনায় ঝরল ৩ প্রাণ। গত শুক্রবার ব্রাজিল- ক্রোয়েশিয়ার কোয়ার্টার ফাইনাল খেলা শেষে উভয় দলের সমর্থকদের বাকবিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষে সাভার, হবিগঞ্জে এবং বাগেরহাটের মোড়েলগঞ্জে একজন করে মোট ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৭ জন। রাজশাহীতে আর্জেন্টিনার সমর্থকরা এক ব্রাজিল সমর্থকের বাড়িঘর ভাঙচুর করেছে। আমাদের প্রতিনিধিরা এসব তথ্য জানিয়েছেন।

ব্রাজিলের পরাজয়ের পর সাভারে ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু : ফুটবল বিশ্বকাপে ব্রাজিলের পরাজয়ের পর খেলা নিয়ে দ্ব›েদ্ব সাভারে ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। গত শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে সাভারের ডগড়মোরা স্কুলের সামনে এ ঘটনা ঘটে। গতকাল শনিবার সকাল ৮টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) সুদীপ কুমার গোপ। তবে হত্যাকারীকে গতকাল পর্যন্ত শনাক্ত করতে পারেনি পুলিশ।

স্থানীয়রা জানিয়েছেন, নিহত যুবকের নাম মো. হাসান মিয়া (২০)। তিনি কিশোরগঞ্জের বাজিতপুর থানা কৈলাক সিদ্দিকুর রহমানের ছেলে। সাভারের ডগড়মোরা এলাকায় ভাড়া থাকতেন। সেখানে মনিরের জুতার কারখানায় কাজ করতেন তিনি।

প্রতক্ষদর্শী নৈশপ্রহরী ফুল মিয়া বলেন, গত শুক্রবার খাদিজ স্টোর নামে চায়ের দোকানে খেলা দেখছিল সবাই। রাতে ১২টার দিকে খেলা শেষ হয়। খেলা শেষে হঠাৎ করে মারামারি বাধে। পরে মুরুব্বিরা ছাড়িয়ে দিলে জুতার কারখানার গলির ভেতরে নিয়ে হাসানকে ছুরিকাঘাত করে। হাসান ব্রাজিলের সাপোর্টার ছিল। যারা মেরেছে তাদের সবাই ছোট ছোট ছেলে। কাউকে বাহুচিনি না। সাভার মডেল

থানার উপপরিদর্শক (এসআই) সুদীপ কুমার গোপ জানান, ব্রাজিলের খেলা শেষে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে হাসানকে ছুরিকাঘাত করেন অজ্ঞাত দুর্বৃত্ত। এ সময় হাসানের বন্ধু এগিয়ে গেলে তাকেও ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক হাসানকে মৃত ঘোষণা করেন। আহত যুবক হাসপাতালে চিকিৎসাধীন।
এনাম মেডিকেল কলেজের জরুরি বিভাগের এক চিকিৎসক জানান, হাসানকে রাত পৌনে ১২টার দিকে তাদের হাসাপাতালে আনা হয়। হাসানের কোমরে দুটি গভীর ক্ষতের চিহ্ন রয়েছে। তার সঙ্গে কয়েকজন বন্ধু এসেছিল।

ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষে হবিগঞ্জে নিহত ১ : হবিগঞ্জের বাহুবল উপজেলার আদিত্যপুর গ্রামে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থনকারী দুই যুবকের মধ্যে ঝগড়ার জেরে গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে দুটি গোষ্ঠীর সংঘর্ষ হয়। এতে শহিদ মিয়া (৫৫) নামে এক ব্যক্তি নিহত হন।

পুলিশ জানিয়েছে, গত শুক্রবার দিনগত রাতে ব্রাজিল ও ক্রোয়েশিয়ার খেলায় গোল হওয়া নিয়ে আদিত্যপুর গ্রামের শহিদ মিয়ার ছেলে রুকন মিয়ার সঙ্গে একই গ্রামের টেনু মিয়ার ছেলে সজিব মিয়ার ঝগড়া হয়। তাদের একজন ব্রাজিলের ও অন্যজন আর্জেন্টিনার সমর্থক।

এদিকে, রাতের ঝগড়াকে কেন্দ্র করে গতকাল সকালে দুই যুবকের পক্ষ নিয়ে দুটি গোষ্ঠী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় শহিদ মিয়াসহ কয়েকজন আহত হন। টেঁটাবিদ্ধ অবস্থায় শহীদ মিয়াকে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম খানসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। পরে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার পরিদর্শক (তদন্ত) প্রজিত কুমার দাশ বলেন, রুকন ও সজিব একজন ব্রাজিল এবং অন্যজন আর্জেন্টিনার সমর্থক।

বাগেরহাটে ব্রাজিল সমর্থক নিহত : ব্রাজিল-ক্রোয়েশিয়া ম্যাচ চলাকালে বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় আর্জেন্টিনার এক বাকপ্রতিবন্ধী সমর্থকের ছুরিকাঘাতে টুটুল হাওলাদার (১৪) নামে ব্রাজিলের এক সমর্থক নিহত হয়েছেন। গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে মোড়েলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিসাখালি গ্রামের সমাদ্দার বাজারে এ ঘটনা ঘটে।

নিহত ব্রাজিল-সমর্থক টুটুল হাওলাদার গুলিশাখালি গ্রামের আব্দুল বারেক হাওলাদারের ছেলে। গতকাল শনিবার দুপুরে বাগেরহাট জেলা হাসপাতালে নিহত টুটুল হাওলাদারের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
এদিকে গতকাল বিকালে পার্শ্ববর্তী মোংলা উপজেলার কচুবুনিয়া গ্রাম থেকে আর্জেন্টিনার সমর্থক ঘাতক রুবেল সমাদ্দারকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।

বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান পুলিশ পরিদর্শক এস এম আশরাফুল আলম জানান, শুক্রবার রাতে বিশ্বকাপ ফুটবলে ব্রাজিল-ক্রোয়েশিয়ার কোয়ার্টার ফাইনাল ম্যাচ চলাকালে উপজেলার মিশনবাড়িয়া ইউনিয়নের গুলিশাখালির গ্রামের সমাদ্দার বাজারে আর্জেন্টিনার সমর্থক একই এলাকার আলমগীর সমাদ্দারের ছেলে বাকপ্রতিবন্ধী রুবেল সমাদ্দারের সাথে ব্রাজিল সমর্থক টুটুল হাওলাদারের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রাত সাড়ে ১০টার দিকে আর্জেন্টিনার সমর্থক রুবেল সমাদ্দার ব্রাজিলের সমর্থক টুটুল হাওলাদারকে গলায় ছুরিকাঘাত করে।

ছুরিকাঘাতে গুরুতর আহত টুটুল হাওলাদারকে দ্রুত মোড়েলগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. রায়হানা ফেরদৌসী দোলা তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনার খবর পেয়ে পুলিশ মোড়েলগঞ্জ হাসপাতালে গিয়ে রাতেই নিহত টুটুল হাওলাদারের মরদেহ থানায় নিয়ে আসে। অপ্রীতিকর ঘটনা এড়াতে গুলিশাখালি এলাকায় রাতেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘাতক বাকপ্রতিবন্ধী রুবেল সমাদ্দারকে গতকাল বিকালে পার্শ্ববর্তী মোংলা উপজেলার কচুবুুনিয়া গ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত টুটুল হাওলাদারের বাবা আব্দুল বারেক হাওলাদার বাদী হয়ে রুবেল সমদ্দারকে আসামি করে মোড়েলগঞ্জ থানায় মামলা করেছে। মোড়েলগঞ্জ উপজেলা হাসপাতালের চিকিৎসক ডা. রায়হানা ফেরদৌসী দোলা জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই অতিরিক্ত রক্তক্ষরণে টুটুল হাওলাদারের মৃত্যু হয়।

ব্রাজিল হারের পর রাজশাহীতে বাড়ি ভাঙচুর, আহত ২ : বিশ্বকাপ ফুটবল খেলাকে কেন্দ্র করে রাজশাহীতে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। গত শুক্রবার রাত ১২টার দিকে ক্রোয়েশিয়ার বিপক্ষে ব্রাজিল হারার পরপরই নগরীর নতুন বিলসিমলা বন্ধগেট এলাকায় এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন দুজন।

স্থানীয়রা জানান, ব্রাজিল হারার পর আর্জেন্টিনা সমর্থকরা উল্লাস শুরু করে। এ সময় আব্দুল কুদ্দুস নামে এক ব্রাজিল সমর্থকের সঙ্গে কথা কাটাকাটি হয় তাদের। একপর্যায়ে আব্দুল কুদ্দুসের বাড়িতে হামলা চালায় আর্জেন্টিনার সমর্থকরা। হামলায় রিফাত ও রায়হান নামে দুজন আহত হন। পরে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

এ বিষয়ে আরএমপির রাজপাড়া থানার ওসি সিদ্দিকুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আবদুল কুদ্দুস বাদী হয়ে থানায় অভিযোগ দিয়েছেন। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে তদন্ত চলছে।কেএইচ

LEAVE A REPLY