নতুন বছর খুব ব্যস্ততার মধ্য দিয়েই যাবে: নুসরাত ফারিয়া

জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। ক্যারিয়ারের শুরু থেকেই কলকাতার সিনেমা নিয়ে আলোচনায় আছেন। সম্প্রতি কলকাতার একটি সিনেমার শুটিং শেষ করে বাংলাদেশে নতুন আরেকটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। বর্তমান ব্যস্ততা ও সমসাময়িক প্রসঙ্গ নিয়ে আজকের ‘হ্যালো…’ বিভাগে কথা বলেছেন তিনি।

* নতুন সিনেমায় কবে চুক্তিবদ্ধ হয়েছিলেন?

** ১৫ নভেম্বর নতুন একটি সিনেমাতে চুক্তিবদ্ধ হই। ‘ফুটবল ৭১’ নামে এ সিনেমার পরিচালক অনম বিশ্বাস। যিনি ‘দেবী’ সিনেমা পরিচালনা করেছিলেন। আমার নতুন সিনেমাটি মূলত সরকারি অনুদানপ্রাপ্ত। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে এ সিনেমার শুটিং শুরু হবে। এতে আমার সহশিল্পী আরেফিন শুভ।

* আরেফিন শুভর সঙ্গে আবারও কাজ করছেন…

** খুব ভালো লাগছে। দীর্ঘদিন পর আরেফিন শুভ’র সঙ্গে জুটিবদ্ধ হয়ে কাজ করতে যাচ্ছি। এ সিনেমাটি আমার জন্য চ্যালেঞ্জিংও হবে। কারণ, এটি মুক্তিযুদ্ধের গল্প নিয়ে নির্মিত হচ্ছে। একাত্তরের স্বাধীন বাংলা ফুটবল দলের প্রেক্ষাপটে নির্মিত হচ্ছে এটি। বাংলাদেশের পাশাপাশি কলকাতায়ও সিনেমার শুটিং হবে শুনেছি।

* গত মাসে তিনটি সিনেমার কাজ শুরু করবেন বলেছিলেন। সেগুলোর একটি কী এ সিনেমা?

** হ্যাঁ-ঠিক ধরেছেন। ২ ডিসেম্বর কলকাতা থেকে ‘আবার বিবাহ অভিযান’ নামে সিনেমার শুটিং শেষ করে এসেছি। ‘ফুটবল ৭১’ শুটিং শেষ করে আবার কলকাতার দুটি সিনেমার কাজ শুরু করব।

* ‘ফুটবল ৭১’ সিনেমায় আপনার চরিত্র কেমন?

** চরিত্র নিয়ে বিস্তারিত এখনই বলব না। এতটুকু বলতে পারি, আমার আগের সিনেমাগুলো থেকে একেবারেই আলাদা একটি চরিত্রে কাজ করতে যাচ্ছি। দর্শক যখন সিনেমাটি দেখবেন তখনই আমাকে নতুনভাবে আবিষ্কার করবেন, এটা বলতে পারি।

* বাংলাদেশ ও ভারতে কাজ করছেন। দু’দেশে কাজের মূল্যায়ন কীভাবে করবেন?

** অনেকেই আমার কাছে জানতে চান, বাংলাদেশ থেকে কলকাতায় গিয়ে কাজ করছি, কোনো বৈষম্যের শিকার হচ্ছি কি না, দু’দেশের কাজের মূল্যায়ন কেমন ইত্যাদি। আমি আসলে আমার কাজের দিকে ফোকাস দেই। কাজ করতে গিয়ে অন্য কিছু নিয়ে ভাবার সময় পাই না। এটা ঠিক যে, কলকাতায় আমার আলাদা একটা পরিচিতি রয়েছে। এখানে মানুষ আমাকে অনেক ভালোবাসেন। তা না হলে তো কাজ করতে পারতাম না।

* বিয়ে না করার সিদ্ধান্ত নিয়েছেন সম্প্রতি। কেন?

** হুটহাট করে আমি কোনো সিদ্ধান্ত নেই না। সময় নিয়ে ভেবেই সিদ্ধান্ত নেই। আমার হাতে অনেক কাজ। অন্যদিকে মিডিয়া পাড়ায় বিচ্ছেদের বিষয়গুলো আমাকে ভাবিয়ে তুলছে। তাই ভাবছি আরও সময় নিয়ে পরে বিয়ে করি।

* নতুন বছর নিয়ে পরিকল্পনা কী?

** নতুন বছরটি খুব ব্যস্ততার মধ্য দিয়েই যাবে। সিনেমার পাশাপাশি নতুন গানও আসবে।

LEAVE A REPLY