ইউক্রেনে ৫ কোটি এনার্জি বাল্ব দরকার: জেলেনস্কি

রুশ হামলায় বিদ্যুৎকেন্দ্রগুলো ক্ষতিগ্রস্থ হওয়ায় ইউক্রেনের প্রায় ১ কোটি ২০ লাখ মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় দু:র্বিসহ জীবন কাটাচ্ছেন।

এমতাবস্থায় দেশটির নাগরিকদের জন্য জরুরিভিত্তিতে ৫ কোটি এনার্জি বাল্ব চাইলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।খবর বিবিসির।

মঙ্গলবার প্যারিসে অনুষ্ঠিত আন্তর্জাতিক সাহায্য বিষয়ক সম্মেলনে ভিডিও কনফারেন্সে এ আহ্বান জানান জেলেনস্কি।

তিনি বলেন, রুশ হামলায় উৎপাদন কমে যাওয়ায় এলইডি এনার্জি বাল্ব ব্যবহার করে বিদ্যুৎ চাহিদা ৪০ শতাংশ কমানো সম্ভব।এতে এক গিগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় হবে বলেও জানান জেলেনস্কি।

এ সময় জেলেনস্কি ইউরোপীয় নেতাদেরকে হামলা বন্ধ করতে রাশিয়াকে বাধ্য করার আহ্বান জানান।
 
তিনি বলেন, সামরিক যান এবং বুলেটপ্রুফ ভেস্টের চেয়েও ইউক্রেনে এখন বেশি প্রয়োজন জেনারেটর।

কারণ দেশটির তাপমাত্রা এখন হিমাঙ্কের নিচে। বিদ্যুৎ ছাড়া বেঁচে থাকাই দুষ্কর হয়ে গেছে।

রাশিয়া বিদ্যুৎকে এখন ইউক্রেনের বিরুদ্ধে মারণাস্ত্র হিসেবে ব্যবহার করছে বলেও অভিযোগ করেন জেলেনস্কি।

ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনকে ৩ কোটি এনার্জি বাল্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

LEAVE A REPLY