রেকর্ড গড়লেন মেসি

লিওনেল মেসি। ছবি: মার্সা

কাতার বিশ্বকাপে প্রথম ম্যাচেই লিওনেল মেসি একটি রেকর্ড করেন। সবচেয়ে বেশি বিশ্বকাপ খেলার রেকর্ড গড়েছেন আর্জেন্টাইন এই ফুটবলার। আর সেই মেসি মঙ্গলবার (১৩ ডিসেম্বর) রাতে ক্রোয়েশিয়ার বিপক্ষে সেমিফাইনালে আরেকটি রেকর্ড করেছেন।

বিশ্বকাপ ফুটবলে সবচেয়ে বেশি ম্যাচ খেলেই জার্মানির বিশ্বকাপজয়ী অধিনায়ক লোথার ম্যাথাউসের পাশে বসেছেন আর্জেন্টাইন এই অধিনায়ক। ১৯৮২ সাল থেকে ১৯৯৮ সাল পর্যন্ত পাঁচটি বিশ্বকাপে ২৫টি ম্যাচ খেলেছেন ম্যাথাউস। ক্রোয়েশিয়ার বিপক্ষে জয়ের মধ্য দিয়ে ইতিহাস রচনা করেছেন লিওনেল মেসি। খবর ইএসপিএনের।

বিশ্বকাপে অধিনায়ক হিসেবে এই ম্যাচের আগ পর্যন্ত ১৮টি ম্যাচ খেলে মেসি বসেছিলেন মেক্সিকোর সাবেক অধিনায়ক রাফায়েল মার্কুয়েজের সঙ্গে। মঙ্গলবার রাতে ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামার পর অধিনায়ক হিসেবে মেসির হয়ে গেলো ১৯ ম্যাচ। বিশ্বকাপে এটা একটা রেকর্ড।

তবে মাঠে নামার রেকর্ডের পাশাপাশি পেনাল্টি থেকে গোল করে আরও একটি রেকর্ড গড়েছেন মেসি। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে মেসি ও গ্যাব্রিয়েল বাতিস্তুতার সমানে সমান গোল ছিল, অর্থাৎ ১০টি করে। তবে মঙ্গলবার রাতে পেনাল্টি থেকে গোল করে নতুন রেকর্ড গড়ে ফেলেছেন তিনি। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে এখন সর্বোচ্চ ১১টি গোল লিওনেল মেসির।

এই বিশ্বকাপেই ম্যারাডোনাকে ছাড়িয়ে যান মেসি। ম্যারাডোনার ছিল ৮ গোল। মেসি এখনও পর্যন্ত এই বিশ্বকাপে করেছেন ৪ গোল।

এরপর কেবল তৃতীয় স্থান নির্ধারণী একটি ম্যাচ রয়েছে।

পাঁচটি বিশ্বকাপ খেলার রেকর্ডে অবশ্য মেসির সঙ্গী রয়েছেন আরও পাঁচজন- মেক্সিকোর আন্তনিও কারবাহাল, রাফায়েল মার্কেজ, আন্দ্রেস গুয়ারদাদো, জার্মানির লোথার ম্যাথাউস ও পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো। এই তালিকায় চাইলে আরও ইতালির জিয়ানলুইজি বুফন ও মেক্সিকোর গিয়ের্মো ওচোয়ার নামও যোগ করা যায়। এই দুই ফুটবলার পাঁচটি বিশ্বকাপে দলের সঙ্গে থাকলেও সব বিশ্বকাপ ম্যাচ খেলার সুযোগ পাননি।

LEAVE A REPLY