বৃহস্পতিবার বেলা ১১টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যুব মহিলা লীগের তৃতীয় জাতীয় সম্মেলন শুরু হয়। ছবি: ভোরের কাগজ
আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগের তৃতীয় জাতীয় সম্মেলন শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বেলা ১১টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এই সম্মেলন শুরু হয়। এরই মধ্যে সম্মেলনস্থলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে উত্তরীয় পরিয়ে বরণ করে নেয়া হয়।

এর আগে সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে আসতে থাকেন যুব মহিলা লীগের নেতাকর্মীরা।

সর্বশেষ যুব মহিলা লীগের সর্বশেষ সম্মেলন হয়েছিল ২০১৭ সালের ১৭ মার্চ। সেই সম্মেলনে সভাপতি পদে নাজমা আক্তার ও সাধারণ সম্পাদক পদে অপু উকিলকে পুনর্নির্বাচিত করা হয়।