প্রস্তুত হোন, মোকাবিলা হবে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ফাইল ছবি

প্রস্তুত হয়ে যান, আবারো মোকাবিলা হবে। আন্দোলনে হবে, নির্বাচনেও হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বেলা ১১টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগের তৃতীয় জাতীয় সম্মেলনে এ কথা বলেন তিনি।

সম্প্রতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের ‘রাষ্ট্র মেরামতের’ হুমকির বিষয়ে ওবায়দুল কাদের বলেন, তারা করবে রাষ্ট্র মেরামত? বঙ্গবন্ধুর রক্তে যাদের হাত রঞ্জিত, শেখ হাসিনাকে যারা বারবার হত্যার চেষ্টা করেছেন তারা করবে রাষ্ট্র মেরামত?

তিনি আরও বলেন, কোথায় গেল ১০ ডিসেম্বরের পর খালেদা জিয়া হবেন প্রধানমন্ত্রী। কোথায় গেল সেই ফাঁকা হুঁশিয়ারি? আসলে তাদের গর্ব, অহংকার সব চূর্ণবিচূর্ণ হয়ে গেছে। সব চূর্ণ করে দিয়েছে জনগণ।ডি- এইচএ শেয়ার করুন

আরও পড়ুন

LEAVE A REPLY