ছবি: সংগৃহীত
স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমেছে ভারত। আগের দিন ৮২ রান করে অপরাজিত থাকা শ্রেয়াস আয়ারকে দ্বিতীয় দিনের শুরুতেই ফিরিয়ে দেন টাইগার পেসার এবাদত হোসেন।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ৮৬ রানে এবাদতের বলে বোল্ড হয়ে ফিরে যান মিডল অর্ডার এই ব্যাটার। এর আগে দিনের খেলার শুরুতে এবাদতের বলেই আয়ারের ক্যাচ ছেড়েছিলেন লিটন দাস। ৮৫ রানে থাকা অবস্থায় ফাইন লেগে আয়ারের সেই ক্যাচ তালুবন্দি করতে ব্যর্থ হন লিটন।
প্রতিবেদন লেখা পর্যন্ত লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে ভারতের সংগ্রহ করেছে ৭ উইকেট হারিয়ে ৩৪৮ রান। প্রথম সেশনে ৭০ রান নিয়েছে ভারতীয় ব্যাটাররা। অশ্বিন ৪০ রানে এবং কুলদ্বীপ রয়েছেন ২১ রানে অপরাজিত।
এর আগে প্রথম দিন (বুধবার) শেষে ২৭৮ রানে ৬ উইকেট হারিয়ে দিন শেষ করেছিল ভারতীয় দল। ১০ রানের জন্য সেঞ্চুরি মিস করেছিলেন চেতেশ্বর পূজারা। ৯০ রানে থাকা অবস্থায় তাইজুল ইসলামের বলে বোল্ড আউট হয়ে ফিরে যান তারকা এই ব্যাটসম্যান।