ছবি: ক্রিক ইনফো
ভারতীয় স্পিনারদের ঘূর্ণি জাদুতে ভেঙে পড়েছে টিম বাংলাদেশ। দিনের শেষে যেভাবে একের পর এক উইকেট হারাচ্ছিলো বাংলাদেশ, তাতে মনে হচ্ছিলো- আজই হয়তো অলআউট হয়ে যাচ্ছে টাইগাররা। সে সঙ্গে ফলোঅনেও পড়তে যাচ্ছে স্বাগতিকরা।
ভারত যদি ফলোঅন করায়, তাহলে ইনিংস পরাজয় এড়ানোর লক্ষ্যেই দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামতে হবে।
সে শঙ্কা এখনও কাটেনি। কাটার সম্ভাবনা আছে এমনটা বলা জটিল। তবে, চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন শেষে খানিকটা স্বস্তি যে, বাংলাদেশকে এখনও পর্যন্ত অলআউট হতে হয়নি। দিনের শেষভাগে ব্যাট হাতে পেসার এবাদত হোসেনকে নিয়ে লড়াই ধরে রেখেছেন মেহেদী হাসান মিরাজ।
দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ৮ উইকেট হারিয়ে ১৩৩। ১৬ রান নিয়ে মেহেদী হাসান মিরাজ এবং ১৩ রান নিয়ে ব্যাট করছেন এবাদত হোসেন। দু’জনে গড়েছেন ৩১ রানের জুটি। এখনও ভারতের চেয়ে ২৭১ রান পিছিয়ে রয়েছে বাংলাদেশ। আর ফলোঅন এড়াতে হলে আরও ৭১ রান করতে হবে টাইগারদের।এমকে