রোববার কাতারের লুসাইল স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ ফ্র্যান্সের মুখোমুখি হবেআর্জেন্টিনা। দলটির তারকা স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ়ের স্ত্রী অগাস্টিনা গান্ডোলফো দোহায় নৈশ পার্টিতে গিয়েছিলেন বোনকে নিয়ে।
সেখানে সব কিছু ভালোই চলছিল। খাদ্য-পানীয়সহ পার্টি ভালোই উপভোগ করছিলেন অগাস্টিনা। হঠাৎ বুঝতে পারেন পানীয়ের সঙ্গে শক্ত মতো কিছু একটা তার গলায় চলে গেল। তারপর স্ত্রীকে নিয়ে সোজা হাসপাতালে ছুটতে হল লাউতারোকে।
পরে দেখা যায় পানীয়র বোতলের মধ্যে ছিল একাধিক কাচের টুকরো। অগাস্টিনা বুঝতে পারেন তার গলাতেও চলে গিয়েছে কাচের টুকরো। বড় বিপদ আশঙ্কায় বোনকে নিয়ে পার্টি থেকে বেরিয়ে যান লাউতারোর স্ত্রী। তাদের সঙ্গে ছিলেন অগাস্টিনার বোনের প্রেমিকও। নাইট ক্লাব থেকে দ্রুত হাসপাতালে পৌঁছান তারা।
হাসপাতালে যাওয়ার আগে যোগাযোগ করা হয় দোহায় আর্জেন্টিনার দূতাবাসের সঙ্গেও। খবর পৌঁছায় আর্জেন্টিনা শিবিরেও। উদ্বিগ্ন হয়ে পড়েন লিয়োনেল মেসিসহ সকলেই।
বড় বিপদ এড়ানো গেলেও সংশ্লিষ্ট নৈশ ক্লাব কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়ে করেছেন লাউতারোর স্ত্রী। পানীয়ের বোতলের মধ্যে কীভাবে ভাঙা কাচের টুকরো এল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। তার প্রশ্ন, পরিবেশন করার আগে কেন পানীয়ের বোতল ভালো ভাবে পরীক্ষা করা হয়নি?
কাতার বিশ্বকাপে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেননি লাউতারো। আর্জেন্টিনার হয়ে ৪৫ ম্যাচে ২১টি গোল করা লাউতারে চলতি বিশ্বকাপে এখনও কোনো সাফল্য পাননি।