কিলিয়ান এমবাপ্পে আছেন। আছেন অলিভিয়ের জিরু, আঁতোয়া গ্রিজমান এবং উসমান দেম্বেলেও। কাতার বিশ্বকাপে মাঝমাঠ ও রক্ষণ থেকেও গোলের জোগান পাচ্ছে ফ্রান্স। এত তারকার ভিড়ে রবিবাসরীয় ফাইনালে ফ্রান্সের তুরুপের তাস হবেন কে? ফ্রান্স ও স্পেনের সংবাদমাধ্যমের প্রতিবেদন সঠিক হলে, এদের কেউ নন!
বিশ্বকাপ আঙ্গিনায় হঠাৎ জোর গুঞ্জন, মেসির আর্জেন্টিনার বিপক্ষে স্বপ্নের ফাইনালে ফ্রান্স কোচ দিদিয়ের দেশমের তুরুপের তাস হতে যাচ্ছেন করিম বেনজেমা! কাতার বিশ্বকাপ শুরুর আগেরদিন ঊরুর চোটে বেনজেমা ছিটকে গেলেও রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ডের জায়গায় স্কোয়াডে নতুন কাউকে নেয়নি ফ্রান্স। ফলে ফাইনালে খেলতে নিয়মতান্ত্রিক কোনো বাধা নেই বেনজেমার।
আপাতত মাদ্রিদে চলছে তার পুনর্বাসন প্রক্রিয়া। স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা কাল জানিয়েছে, চোট কাটিয়ে বেনজেমা এখন শতভাগ ফিট। গত সপ্তাহে স্বাভাবিক অনুশীলন শুরু করেছেন ব্যালন ডি’অরজয়ী ফরাসি তারকা।
ফরাসি দৈনিক লেকিপের দাবি, বেনজেমাকে ফাইনালে নামিয়ে আর্জেন্টিনাকে চমকে দিতে চান দেশম। তিনি যদি বেঞ্চেও থাকেন, সেটাও মেসিদের জন্য মনস্তাত্ত্বিক চাপ হবে।
প্রশ্ন হলো, চোট কাটিয়ে ফেরা একজনকে সরাসরি বিশ্বকাপ ফাইনালে খেলানোর ঝুঁকি কি নেবে ফ্রান্স? বেনজেমা কী সত্যিই খেলার মতো ফিট? সময়েই মিলবে এর উত্তর। এমনও হতে পারে আর্জেন্টিনাকে বিভ্রান্ত করতে ছড়ানো হচ্ছে গুঞ্জন!
এর আগে বিশ্বকাপের মাঝপথে বেনজেমার ফেরার সম্ভাবনা সরাসরি নাকচ করে দিয়েছিলেন দেশম। কিন্তু এবার তিনি নিজেই তৈরি করেছেন ধোঁয়াশা। বুধবার রাতে মরক্কোকে হারিয়ে ফাইনালে ওঠার পর সংবাদ সম্মেলনে বেনজেমার ফেরা নিয়ে এক প্রশ্নের জবাবে দেশম বলেন, ‘আমি এ প্রশ্নের উত্তর দিতে চাই না। পরের প্রশ্ন করুন।’