জুমার নামাজের পর দুই পক্ষের সংঘর্ষ, হাসপাতালে ৮ জন

সিলেটে জুমার নামাজের পরপরই দুই পক্ষের সংঘর্ষে ৮ জন আহত হয়েছেন। তাদেরকে সিলেট ওসমানী মেডিকেলে ভর্তি করা হয়েছে। মসজিদ কমিটির বিরোধকে কেন্দ্র করে দক্ষিণ সুরমায় এই ঘটনা ঘটে।

কামালবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মো. জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার দক্ষিণ সুরমার কামালবাজার ইউনিয়নের দক্ষিণ কুড়িগ্রামে এই সংঘর্ষ শুরু হলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। উত্তেজনা অব্যাহত থাকায় রাতেও পুলিশ মোতায়েন ছিল।

পুলিশ জানায়, দক্ষিণ কুড়িগ্রামের মসজিদ কমিটি নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের অনুসারীদের মধ্যে বিরোধ চলে আসছিল। শুক্রবার জুমার নামাজের পর মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা ছিল। এ নিয়ে নামাজের পরপরই দুই পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা বিরাজ করতে থাকে। একপর্যায়ে লাঠি-সোটা, ইট-পাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের ৮ জন আহত হন।

LEAVE A REPLY