বি: সংগৃহীত
ফের গুঞ্জন আরও উসকে দিয়ে ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি লিখেছেন, খুব শক্ত করে একবার জড়ায় ধরবা?’
শনিবার (১৭ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এ কথা লেখেন তিনি। এর পর থেকে শুরু হয় নানারকম গুঞ্জন। অনেকে মনে করছেন মাহির সংসারে টানাপোড়েন চলছে।
প্রসঙ্গত, বাংলাদেশ ছাড়াও কলকাতায় বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন এ অভিনেত্রী। ‘ভালোবাসার রঙ’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন তিনি। ইতোমধ্যে অনেক চলচ্চিত্রে অভিনয় করেছেন মাহি।
এছাড়া সিনেমার পাশাপাশি এবার রাজনীতিতে যোগ দিয়েছেন এ নায়িকা। অভিনয় করলেও স্বামী-সংসার ও ব্যবসায়ও সময় দিতে হয় তাকে। দ্বিতীয় বিয়ের পরে চলতি বছরের প্রথমে মা হতে যাওয়ার খবর জানান। আর বর্তমানে অন্তঃসত্ত্বা মাহি।কেএইচ