শাহরুখ খান ও ওয়েন রুনি
কাতার বিশ্বকাপের ফাইনালে উপস্থিত ছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। আর্জেন্টিনা এবং ফ্রান্সের মধ্যে ফাইনাল ম্যাচের আগে তিনি তার আসন্ন ছবি ‘পাঠান’-এর প্রচারণা করেছেন। তার সাথে যোগ দিয়েছিলেন ইংলিশ ফুটবলার ওয়েন রুনি। দুই জগতের দুই তারকার কথোপকথনে উঠে আসে ফুটবল বিশ্বকাপ ও চলচ্চিত্র জগৎ নিয়ে অনেক কথা।
প্যানেল কথোপকথনের সময় ওয়েন রুনি শাহরুখকে তার আসন্ন চলচ্চিত্রের চরিত্র সম্পর্কে জিজ্ঞেস করে বলেন, ‘পাঠান কে? তার কি ফুটবলে কারো সাথে মিল আছে?’ উত্তরে শাহরুখ বলেন, ‘আপনি এখানে আছেন বলে এটা বলছি না, সত্যি বলছি পাঠান কে। পাঠান হলো সেই লোক যাকে আপনার শেষ সময়ে প্রয়োজন হয়ে পড়ে। যখন আপনি বাধাগ্রস্ত হন এবং কোনো সমাধান খুঁজে পান না, তখন আপনি পাঠানকে ফোন করেন। সেই সব কিছুর সমাধান। ’
এরপর ওয়েন রুনির উদ্দেশে কিং খান বলেন, ‘পাঠানকে যদি বিশ্বের কোনো ফুটবলারের সাথে তুলনা করা হয়, সেটা আপনিই হবেন। কারণ আপনি একজন শক্ত লোক, যেমনটা পাঠান। ’

এরপর একসাথে শাহরুখ খানের আইকনিক সেই পোজটি করেন ওয়েন রুনি ও শাহরুখ। ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ থেকে দুই হাত ছড়িয়ে শাহরুখের সেই আইকনিক পোজে নিজেও দুই হাত ছড়ান বিশ্বের অন্যতম জনপ্রিয় এই ফুটবলার।
এদিকে দুই তারকা ব্যক্তিত্বের একসাথে হওয়ার ছবি ও ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই উচ্ছ্বসিত হয়ে পড়েন ভক্ত-অনুরাগীরা। ভক্তরা তাদের ‘আইকন’ এবং ‘কিংবদন্তি’ হিসেবে আখ্যা দিয়ে একের পর এক মন্তব্য করে যাচ্ছেন। শুভেচ্ছা জানাচ্ছেন শাহরুখের পাঠানের জন্য।

‘পাঠান’-এ গুপ্তচরের ভূমিকায় দেখা যাবে শাহরুখকে। গুরুত্বপূর্ণ দুই ভূমিকায় রয়েছেন দীপিকা ও জন আব্রাহাম। সিনেমাটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। এটি ২০২৩ সালের ২৫ জানুয়ারি হিন্দি, তামিল, তেলেগু ভাষায় মুক্তি পাবে।
সূত্র : হিন্দুস্তান টাইমস