দুই দিনে শেষ টেস্ট ম্যাচ; ভেন্যু পেল ডিমেরিট পয়েন্ট

ছবি : এএফপি

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট মাত্র দুই দিনে জিতে নিয়েছিল অস্ট্রেলিয়া। ব্রিসবেনে অনুষ্ঠিত সেই ম্যাচে খেলা হয়েছিল মাত্র ১৪৫ ওভার। দুই দিনেই শেষ হয়ে যায় চারটি ইনিংস! যাতে বোলারদের চেয়ে বেশি দায় উইকেটের। এমন ঘটনার পর ব্রিসবেনের উইকেটকে ‘গড়পড়তা মানের নিচে’ রেটিং দিয়েছে আইসিসি।

জুটেছে ডিমেরিট পয়েন্ট।

আইসিসি ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন তার পর্যবেক্ষণে বলেছেন, ‘গ্যাবায় এই টেস্ট ম্যাচের উইকেট অনেক বেশিই বোলিং সহায়ক ছিল। বাড়তি বাউন্স ছিল, সিম মুভমেন্ট ছিল অতিরিক্ত। দ্বিতীয় দিনে মাঝেমধ্যে কিছু ডেলিভারি নিচু হয়ে যায়, ব্যাটসম্যানদের জন্য তাতে জুটি গড়ার কাজ কঠিন হয়ে ওঠে। যেহেতু ব্যাট-বলের সমান লড়াইয়ের সুযোগ ছিল না এখানে, আইসিসির নীতিমালা অনুযায়ী আমার কাছে এটিকে গড়পড়তা মানের নিচে মনে হয়েছে। ’

এসব কারণে ব্রিসবেনের মাঠকে একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। ২০১৮ সালে প্রথমবার অস্ট্রেলিয়ার কোনো মাঠ ডিমেরিট পয়েন্ট পেয়েছিল। মেলবোর্নের পিচ বেশি ব্যাটিংবান্ধব হওয়ায় সেটাকে ‘গড়পড়তা মানের নিচে’ রেটিং দেওয়া হয়েছিল।

উল্লেখ্য, ব্রিসবেন টেস্টে খেলা হয়েছে মাত্র ৮৬৬ বল। এটাই গত ৯০ বছরের মধ্যে অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত সবচেয়ে ছোট দৈর্ঘ্যের টেস্ট ম্যাচ। এর আগে ১৯৩২ সালে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার মেলবোর্ন টেস্ট শেষ হয়েছিল ৬৫৬ বলে।

LEAVE A REPLY