কানাডার ভন শহরের একটি অ্যাপার্টমেন্ট ব্লকে বন্দুকধারীর গুলিতে পাঁচজন নিহত হয়েছেন। (ছবি : রয়টার্স/কার্লোস ওসোরিও)অ
কানাডায় একটি অ্যাপার্টমেন্ট ব্লকে বন্দুকধারীর গুলিতে পাঁচজন নিহত হয়েছেন এবং একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ছাড়া সন্দেহভাজন ব্যক্তিও ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে মারা যান।
স্থানীয় সময় রবিবার রাত ১২টা ২০ মিনিটে টরন্টো থেকে ৩০ কিলোমিটার উত্তরে ভন শহরে এ ঘটনা ঘটে। বন্দুকধারী এবং নিহতদের মধ্যে সম্ভাব্য সংযোগসহ এ হামলায় তার উদ্দেশ্য কর্তৃপক্ষ তদন্ত করছে।
ইয়র্ক পুলিশ প্রধান জিম ম্যাকসুইন জানিয়েছেন, ঘটনাস্থলে উপস্থিত কর্মকর্তারা একটি ‘ভয়াবহ দৃশ্যের’ সাক্ষী হয়েছেন। সেখানে ভবনের বিভিন্ন ফ্ল্যাটে মৃত ব্যক্তিদের পাওয়া গেছে।
তবে জায়গাটিতে এখন জনসাধারণের চলাচলে কোনো হুমকি নেই বলে জানিয়েছে পুলিশ। এ ছাড়াও যাদেরকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছিল তাদের বাড়ি ফিরতেও আর কোনো অসুবিধা নেই।
কানাডার প্রতিবেশী দেশ যুক্তরাষ্ট্রের তুলনায় সেখানে গোলাগুলির ঘটনা কম দেখা যায়। তবে সম্প্রতি দেশটিতে বন্দুক সহিংসতা বৃদ্ধি পেয়েছে। এর আগে পুলিশ সদস্যের ছদ্মবেশে একজন বন্দুকধারী নোভা স্কটিয়াতে ২২ জনকে হত্যা করার পর ২০২০ সালের মে মাসে কানাডা দেড় হাজার ধরনের সামরিক গ্রেডের আগ্নেয়াস্ত্র নিষিদ্ধ করেছিল।
সূত্র : বিবিসি