জর্দানে একজন জ্যেষ্ঠ পুলিশ সদস্য গুলিতে নিহত হওয়ার কয়েক ঘণ্টা পর ফরেনসিক দল ঘটনাস্থলে কাছ করছে। (ছবি : এএফপি)
জর্দানের দক্ষিণাঞ্চলীয় শহর মানে হামলায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। তারা সেখানে এক পুলিশ সদস্যের সন্দেহভাজন হত্যাকারীদের আস্তানায় অভিযান পরিচালনা করছিলেন। সোমবার পুলিশের এক বিবৃতি থেকে এ তথ্য জানা যায়।
পুলিশ জানিয়েছে, সন্দেহভাজনদের মধ্যে একজনকে জঙ্গি বলে ধারণা করা হয়েছে।
পুলিশ এ ঘটনার পর তদন্ত শুরু করেছে।
এদিকে দেশটিতে উচ্চ জ্বালানির দামের বিরুদ্ধে প্রতিবাদকারী ট্রাকচালকদের বিক্ষিপ্ত বিক্ষোভের পর মান এবং বিশেষ করে জর্দানের দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি শহরে উত্তেজনা বেড়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে একজন জ্যেষ্ঠ পুলিশ সদস্য বিক্ষোভকারীদের গুলিতে নিহত হয়েছেন। বিক্ষোভ দমনে মরুভূমির শহর মানের আশপাশে থাকা নিরাপত্তা বাহিনীর সঙ্গে তারা সংঘর্ষে লিপ্ত হয়েছিল। সরকার এই বিক্ষোভের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
পুলিশ জানিয়েছে, বিক্ষোভকারীরা গাড়ি ভাঙচুর করেছে, টায়ার পুড়িয়েছে এবং রাস্তা অবরোধ করেছে। এ সময় সংঘর্ষে ৪০ জনেরও বেশি নিরাপত্তাকর্মী আহত হয়েছে।
কর্তৃপক্ষ বিক্ষোভে জড়িত দুই শতাধিক সন্দেহভাজনের মধ্যে ৪৪ জনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে।