গতকাল ঢাকা টেস্টের অনুশীলন শুরুর আগে আর্জেন্টিনার জার্সি গায়ে ফুটবল খেললেন তিনি। অবধারিতভাবে সেই জার্সির নম্বর ১০, পিঠে লেখা মেসি। ছবি : মীর ফরিদ
বিশ্বকাপ ফাইনালের পর বাদ্য বাজিয়ে আর্জেন্টিনার তৃতীয় শিরোপা জয় উদযাপন করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। বর্তমান টেস্ট ও টি-টোয়েন্টির অধিনায়ক সাকিব আল হাসান যে আর্জেন্টিনা এবং আরো নির্দিষ্ট করে বললে লিওনেল মেসির অনুরক্ত, সেটি কারোর অজানা নয়। গতকাল ঢাকা টেস্টের অনুশীলন শুরুর আগে আর্জেন্টিনার জার্সি গায়ে ফুটবল খেললেন তিনি। অবধারিতভাবে সেই জার্সির নম্বর ১০, পিঠে লেখা মেসি।
উদযাপন শেষ হলেও সাকিবের বোলিং ফিটনেস নিয়ে উদ্বেগ একেবারে উবে যায়নি। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাউন্সারে পাঁজরে চোট লেগেছিল সাকিব আল হাসানের। চট্টগ্রামে অনুষ্ঠিত প্রথম টেস্টের প্রথম ইনিংসে মাত্র ১২ ওভার বোলিং করেছেন। দ্বিতীয় ইনিংসে তো বোলিংই করেননি। তাই সাকিবের বোলিং বিকল্প হিসেবে ঢাকা টেস্টের স্কোয়াডে নেওয়া হয়েছে নাসুম আহমেদকে। তবে দলসংশ্লিষ্ট একজন আশার বাণী শুনিয়েছেন, ‘এখন ব্যথা আগের চেয়ে অনেকটা কমেছে। দ্বিতীয় টেস্টে ও বোলিং করতে পারে। সেটা হলে আমাদের আর তৃতীয় স্পিনার খেলাতে হবে না। কিন্তু সেটা না হলে বোলিং আক্রমণে পরিবর্তন আনতে হবে। ’ তার মানে, সাকিব যদি বোলিং ফিটনেস ফিরে না পান, তাহলে তৃতীয় স্পিনার হিসেবে নাসুমের খেলার জোর সম্ভাবনা রয়েছে। তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজের সঙ্গে নাসুমকে জায়গা দিতে একজন পেসারকে ডাগ-আউটে বসে ঢাকা টেস্ট দেখতে হবে।
আগামীকাল মিরপুরে শুরু হতে যাওয়া ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের বাংলাদেশ একাদশে আরো পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। গতকালের অনুশীলনে গা গরমের ফুটবল খেলার পরই লিটন কুমার দাসকে উইকেটরক্ষকের ভূমিকায় দেখা গেছে। এমন দৃশ্য দেখে মনে হতেই পারে যে নুরুল হাসানকে বসিয়ে একজন বিশেষজ্ঞ ব্যাটার খেলানোর কথা ভাবছে টিম ম্যানেজমেন্ট। উইকেটের সামনে এবং পেছনে নুরুলের সাম্প্রতিক ফর্ম আশাব্যঞ্জক নয় বলেই সম্ভবত এমনটা ভাবছে টিম ম্যানেজমেন্ট। একই সঙ্গে সাবেক টেস্ট অধিনায়ক মমিনুল হককে ঘিরে অনুশীলনে কোচের মনোযোগ এই ধারণাকে সমর্থনও করছে। ঢাকা টেস্টে মমিনুল ফিরছেন—এটা একরকম চূড়ান্ত। লাল বলের ক্রিকেটে ফিরতে পারেন দক্ষিণ আফ্রিকা সফরে সেঞ্চুরি করা মাহমুদুল হাসান জয়ও। সে ক্ষেত্রে জাকির হাসানের সঙ্গে ইনিংস সূচনা করবেন মাহমুদুল। আর তিনে ব্যাট ধরবেন চট্টগ্রামে ইনিংস ওপেন করা নাজমুল হাসান শান্ত। স্বভাবতই এই কম্বিনেশনে জায়গা হারাবেন ইয়াসির আলী।
এই পরিবর্তনে কি বাংলাদেশ দলের ব্যাটিং সংকট দূর হবে? এক-দুটি ব্যতিক্রম বাদ দিলে টেস্ট দলের ব্যাটিং বিপর্যয়কর। চট্টগ্রাম টেস্টে সাকিবরা প্রথম ইনিংসে গুটিয়ে গিয়েছিলেন মাত্র ১৫০ রানে। তাতে একপেশে হয়ে পড়া ম্যাচে ব্যাটিং থেকে বাংলাদেশের প্রাপ্তি বলতে অভিষেক টেস্টে জাকির হাসানের সেঞ্চুরি। চট্টগ্রামের তুলনায় ঢাকার উইকেট বরাবরই ব্যাটারদের কঠিন পরীক্ষা নেয়।
গতকাল অনুশীলনের শুরুতে মেসির জার্সি গায়ে সাকিবের ফুটবল খেলা কিংবা লিটন দাসের হাতে কিপিং গ্লাভস দেখার পর নজর কেড়েছেন মুশফিকুর রহিম। অনুশীলনের ফাঁকে ভারতের কোচ রাহুল দ্রাবিড়ের কাছ থেকে পরামর্শ নিতে দেখা গেছে দলের অভিজ্ঞতম এই ব্যাটারকে। এর সুফল কি দেখা যাবে মিরপুরে?