অমিতাভের সঙ্গে ক্যাটরিনার তুলনা করলেন ভিকি!

বিয়ের এক বছর পার করেছেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। বিয়ের পর বিভিন্ন সাক্ষাৎকারে স্ত্রীর প্রতি ভিকি তার গুণমুগ্ধতার কথা প্রকাশ করেছেন। এবার ক্যাটরিনাকে বলিউড বাদশাহ অমিতাভ বচ্চন ও হেমা মালিনীর সঙ্গে তুলনা করলেন ভিকি।

ভিকি মনে করেন, বিশ্বে যে কয়েকজন তারকা ভারতের প্রতিনিধিত্ব করেন, তাদের মধ্যে ক্যাটরিনা অন্যতম মুখ। হেমা মালিনী এক সময় সেই মুখ ছিলেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ভিকি এমনটাই জানিয়েছেন। খবর আনন্দবাজার। 

ভিকি জানান, বলিউড কিছু হাতেগোনা তারকার কারণে পরিচিতি পায় সাধারণ মানুষের কাছে। অমিতাভ বচ্চন এমন একজন, যাকে বিশ্ব চেনে ভারতের আইকন হিসেবে। ক্যাটরিনা নিজের কাজের মাধ্যমে আজ সেই জায়গা অর্জন করেছে। এক সময় হেমা মালিনীও ভারতের প্রতিনিধিত্ব করেছেন।

স্ত্রীর প্রশংসায় ভিকি বলেন, ক্যাট এখন নিজের ক্যারিয়ারের যে উচ্চতায় রয়েছে, সেখানে পৌঁছানো খুব একটা সহজ কাজ নয়। এ জায়গা পাওয়াটা খুব কঠিন। আজ ও যে জায়গায়, তার পেছনে রয়েছে ওর অক্লান্ত পরিশ্রম।

LEAVE A REPLY