ছবির প্রচারে ‘দিদি নম্বর ওয়ান’ এর মঞ্চে দেব

টালিউডের নায়ক দেবের ছবির প্রথম নায়িকা রচনা বন্দ্যোপাধ্যায়। ২০০৭ সালে দেবের প্রথম সিনেমা ‘অগ্নিশপথ’। সেই ছবিতে দেবের নায়িকা ছিলেন রচনা।

১৫ বছর পর দেব এখন সফল। তার পরবর্তী ছবি ‘প্রজাপতি’র প্রচারে প্রথম নায়িকার সঙ্গে সম্পর্কটা আরও একবার ঝালিয়ে নিলেন।

‘দিদি নম্বর ওয়ান’-এর মঞ্চ ছাড়া যে কোনও ছবির প্রচার অসম্পূর্ণ। রচনার মঞ্চে গিয়ে রীতিমতো তাকে লজ্জায় ফেললেন দেব।

ফুটবল বিশ্বকাপ দেখতে কাতার গিয়েছিলেন রচনা। সেই প্রসঙ্গ উঠতেই রচনাকে এমন কথা বললেন দেব। যা শুনেই ‌লজ্জায় মুখ ঢাকলেন রচনা।

কাতারে গিয়ে কেন দেবের সঙ্গে দেখা হল না তার? দেবকে অভিযোগ জানাচ্ছিলেন দিদি। তা শুনেই দেবের উত্তর, আমার তোমার মতো এত টাকা নেই। ‘দিদি নম্বর ওয়ান’ থেকে তুমি কত টাকা পাচ্ছ? শাড়ি বিক্রি করে কত টাকা আয় করছ? আমাদের তো চলবে না ছবির প্রচার না করলে।

দেবের কথা শুনেই মুখ ঢাকলেন রচনা। প্রসঙ্গত, অভিনেতা-সাংসদ দেব এখন বেশ ব্যস্ত। ছবির প্রচার চলছে। সামনেই আসছে তার জন্মদিন। সুতরাং সব মিলিয়ে এক মিনিটও সময় নেই অভিনেতার।

LEAVE A REPLY