পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করবেন মেসি

লিওনেল মেসি

অবসর নিচ্ছেন না লিওনেল মেসি। প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) সঙ্গে চুক্তি নবায়ন করতে চলেছেন লিওনেল মেসি। এ খবর নিশ্চিত করেছেন দলবদল বিষয়ক নির্ভরযোগ্য সংবাদকর্মী ফ্যাব্রিজিও রোমানো।

বিশ্বকাপ ফাইনালের পর পিএসজি সভাপতি নাসির আল খেলাইফির জানিয়েছিলেন, মেসির সঙ্গে চুক্তি নবায়ন করতে চান তারা। এবার আর্জেন্টাইন সুপারস্টারও সাড়া দিলেন লা প্যারিসীয়দের সেই প্রস্তাবে। এক বিবৃতিতে ফ্যাব্রিজিও রোমানো বলেন, ‘পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করতে মৌখিকভাবে রাজি হয়েছেন লিওনেল মেসি। ২০২৩ সালে শেষ হতে চলা চুক্তি শিগগিরই নবায়ন করবে দুই পক্ষ।’ খবর ইএসপিএনের।

২০২১ সালে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেন লিওনেল মেসি। আগামী বছরের ৩০ জুন লা প্যারিসীয়দের সঙ্গে মেসির দুই বছরের চুক্তির মেয়াদ শেষ হবে। তার আগেই ওই চুক্তি নবায়নের সিদ্ধান্ত নিয়েছে পিএসজি। তবে ঠিক কতো দিন পিএসজিতে থাকবেন মেসি তা নিয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি লা প্যারিসীয়রা। মেসির বেতনও নির্ধারিত হয়নি বলে জানিয়েছেন ফ্যাব্রিজিও রোমানো। তিনি জানান, শীঘ্রই আলোচনার মাধ্যমে এসব সিদ্ধান্ত নেয়া হবে।ডি- এইচএ 

আরও পড়ুন

LEAVE A REPLY