সিনিয়রদের ‘মনস্তাত্ত্বিক’ ভুল দেখে হতাশ এবং ক্ষুব্ধ সিডন্স

ফাইল ছবি : মীর ফরিদ

মিরপুর শেরেবাংলায় আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে বাংলাদেশ-ভারতের মধ্যকার সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্ট। এই ম্যাচেও চরম ব্যাটিং ব্যর্থতায় প্রথম দিনে ২২৭ রানে অল আউট হয়ে গেছে বাংলাদেশ। শিশুতোষ ভুল করে উইকেট বিলিয়ে দিয়েছেন সিনিয়র ক্রিকেটাররা। বিশেষ করে অধিনায়ক সাকিব আল হাসান এবং লিটন দাসের আউট হওয়ার ধরন হতাশাজনক।

২২ গজে এসব কাণ্ড দেখে রীতিমতো হতাশ বাংলাদেশের ব্যাটিং কোচ জেমি সিডন্স।

দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে সিডন্স সরাসরিই বলেন, ‘সিনিয়র খেলোয়াড়রা এমন মনস্তাত্ত্বিক ভুল করছে, এটি হতাশার। সে এমনিতেও স্পিনার ও পেসারদের বিপক্ষে ক্রিজ ছেড়ে বেরিয়ে যাচ্ছিল তাদের লেংথ বদলাতে। লেংথ নিয়ে চিন্তিত ছিল। মধ্যাহ্ন বিরতির পর তো বোলাররাও একটু এলোমেলো থাকে। ক্রিজে থাকলে বাজে কিছু বল পেত। এটা তার সিদ্ধান্ত। এসব ভুল করতে দেখা আমার জন্য হতাশার। আমি টেকনিক্যাল ও মানসিক দিক নিয়ে কাজ করি। একটি-দুটি ছাড়া এগুলোকে টেকনিক্যাল মনে হয় না। তারা ক্রিজ ছেড়ে বেরিয়ে যাওয়া বা বল তুলে মারার সিদ্ধান্ত নিয়েছে। রাতারাতি এগুলো ঠিক করে দেওয়া আমার জন্য কঠিন। ’

সিডন্স আরো বলেছেন, “আমি ছয়-সাত মাস কাজ করছি। এগুলো নিয়ে অনেক কথা বলি। অনেক অনুশীলন করি। তবে ব্যাটসম্যান যখন ক্রিজে থাকে, শট খেলে একজনই। তারা যদি ২৮ রানের জন্য এ কাজটা করতে পারে, আরো ২৮ রানের জন্যও করতে হবে তাদের। তবে আমরা কেন জানি খেলা বদলে ফেলি, গতি বাড়াই। সাকিব উইকেট ছেড়ে বেরিয়ে পড়ে, লিটন জোরের ওপর মারে, মেহেদী তাড়াহুড়া করে। মাথা নাড়তে নাড়তে বের হয় এটা ভাবতে ভাবতে, ‘আমি কেন এটা করলাম?’ তবে তাদের দায়িত্ব নিতে হবে। ছয় ঘণ্টা একই গতিতে থাকতে হবে। আমরা দিনের শেষ পর্যন্ত ব্যাটিংয়ের কথা বলি। দ্রুতগতির ২৮ বা ৩০ রানের কথা নয়। তবে এটা হতেই আছে। ”

LEAVE A REPLY