বাংলাদেশ সভাপতি শেখ হাসিনা সম্পাদক কাদের December 24, 2022 Share on Facebook Tweet on Twitter tweet ছবি: সংগৃহীত ১০ম বারের মতো আওয়ামী লীগের সভাপিত নির্বাচিত হয়েছেন শেখ হাসিনা। টানা তিন বারের মতো দলটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের ২২ তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় পর্বে তাদেরকে নির্বাচন করা হয়।