ছবি: সংগৃহীত
বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রির পরিচিত ও প্রিয়মুখ এমদাদ হক মারা গেছেন।
শুক্রবার (২৩ ডিসেম্বর) দুপুরে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এমদাদ হকের বয়স হয়েছিল ৫৭ বছর। তার ভাই ইস্তাম্বুল হক জানান, কয়েক বছর আগে তার কিডনি প্রতিস্থাপন করা হয়। এরপর তিনি সুস্থই ছিলেন। তবে মাসখানেক আগে হঠাৎ শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থ হয়ে পড়লে তাকে শ্যামলীর ওই হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। প্রায় দুই মাস লাইফ সাপোর্টে রাখার পর শুক্রবার তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
১৯৬৮ সালে পুরান ঢাকার উর্দু রোডে জন্ম এমদাদ হকের। তিনি স্ত্রী, এক ছেলে, ভাইবোন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার বাদ এশা বনানী কবরস্থানে দাফন করা হবে তাকে।এসএম