ছবি: সংগৃহীত
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সাবেক স্ত্রী ব্রিটিশ-পাকিস্তানি সাংবাদিক রেহাম খান বিয়ে করেছেন। যুক্তরাষ্ট্র প্রবাসী পাকিস্তানি অভিনেতা মির্জা বিলাল বেগকে বিয়ে করেছেন তিনি। এ নিয়ে তৃতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন রেহাম।
শুক্রবার (২৩ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে নিজের বিয়ের ছবি শেয়ার করে জানান, যুক্তরাষ্ট্রের সিয়াটল শহরে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে। ক্যাপশনে লিখেছেন, আত্মার আত্মীয়কে খুঁজে পেয়েছি, যার ওপর আস্থা রাখা যায়।
এক টুইটার বার্তায় তিনি লিখেন, সিয়াটলে আমাদের শুভবিবাহ সম্পন্ন হয়েছে। মির্জা বিলালের বাবা-মা আমাদের জন্য দোয়া করেছেন। বিয়েতে আমার উকিল ছিল আমার ছেলে।
রেহাম খানের বয়স এখন ৪৯। আর মির্জা বিলাল বেগের ৩৬। ইনস্টাগ্রামে রেহাম তার অনুরাগীদের মির্জা বিলালের সঙ্গে তার তৃতীয় বিয়ের কথা জানান। সেই সঙ্গে একাধিক ছবি পোস্ট করেছেন তিনি। মির্জা বিলালের হাত ধরা ছবি শেয়ার করেন তিনি। ছবিতে তাদের বিয়ের আংটি দেখা গেছে।
শেয়ার করা আরেকটি ছবিতে রেহাম ও মির্জা বিলালকে বিয়ের পোশাক পরা অবস্থায় দেখা যায়। ওই ছবির ক্যাপশন ছিল ‘আমার আত্মার সাথীকে খুঁজে পেয়েছি’। দুই পক্ষের আত্মীয়-পরিজনদের উপস্থিতিতে বিয়ের অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন হয়েছে বলে জানান রেহাম।
ইনস্টাগ্রামে বিয়ের একাধিক ছবি পোস্টের পর নব দম্পতিকে শুভেচ্ছাও জানিয়েছেন অনেকেই। তাতে হার্ট ইমোজিসহ মুবারকবাদ জানিয়েছেন কেউ কেউ। কেউ কেউ আবার নতুন দম্পতির সুখের জীবন চেয়ে দোয়া করেছেন। রেহামের বিয়ের সিদ্ধান্তকে ‘দারুণ’ বলে প্রশংসাও করেছেন।এসএম