নেত্রকোনার মদনে খেলার মাঠ নিয়ে দুপক্ষে উত্তেজনা

নেত্রকোনার মদনে খেলার মাঠ নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। রোববার সকালে উপজেলার গোবিন্দশ্রী গ্রামে দুপক্ষের লোকজন সংঘর্ষের প্রস্তুতি নেয়। স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়।

গোবিন্দশ্রী গ্রামের বারগরিয়া মহল্লার সামনে একটি খেলার মাঠ রয়েছে। ওই মাঠে মহল্লার শিশু-কিশোর ও যুবকরা দীর্ঘদিন খেলাধুলা করে আসছে। কিন্তু ওই খেলার মাঠের জমির মালিক একই মহল্লার আবদুল হেকিম ও তার লোকজন চাষাবাদ করতে চাইলে মহল্লার একটি পক্ষ মাঠ হিসাবে ব্যবহার ও উন্মুক্ত রাখার দাবি জানায়। এ নিয়ে দুপক্ষের লোকজনের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়। রোববার সকালে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষের প্রস্তুতি নেয়।

গোবিন্দশ্রী ইউপি চেয়ারম্যান মাইদুল ইসলাম খান মামুন জানান, বারগরিয়া গ্রামের দুপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষের প্রস্তুতি নেয়। খবর পেয়ে স্থানীয় গণ্যমান্য লোকজন ও পুলিশের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। আগামীকাল বিষয়টি মীমাংসার জন্য আলোচনা করা হবে।

মদন থানার ওসি মোহাম্মদ তাওহীদুর রহমান জানান, সংঘর্ষের প্রস্তুতির খবর পেয়ে এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থতি শান্ত রয়েছে।

LEAVE A REPLY