শেন ওয়ার্ন।
প্রয়াত কিংবদন্তি শেন ওয়ার্নকে বিশেষ সম্মান জানাল অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। এখন থেকে অস্ট্রেলিয়ার সেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কার দেওয়া হবে ওয়ার্নের নামে। সোমবার দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যকার বক্সিং ডে টেস্ট শুরুর আগে এই ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড (সিএ)।
এতোদিন পর্যন্ত সব ফরম্যাটে অস্ট্রেলিয়ার সেরা ক্রিকেটারের পুরস্কার দেওয়া হতো অ্যালান বর্ডারের নামে।
সেই তালিকায় যোগ করা হলো সর্বকালের অন্যতম সেরা স্পিনার ওয়ার্নের নাম। অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের প্রধান নিক হকলে বলেন, ‘অস্ট্রেলিয়ার সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার ওয়ার্নকে শ্রদ্ধা জানাতে এরচেয়ে ভালো কিছু আর হতে পারে না। টেস্ট ক্রিকেটে ওয়ার্নের অবদানের জন্য এবার থেকে বছরের সেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কার তাঁর নামে দেওয়া হবে। ’
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড ছিল ওয়ার্নের ঘরের মাঠ। এই মাঠেই টেস্টে নিজের ৭০০তম উইকেট নিয়েছিলেন ওয়ার্ন। সেই সঙ্গে এই মাঠেই অ্যাশেজ়ে হ্যাটট্রিকও করেছিলেন তিনি। হকলে বলেন, ‘অস্ট্রেলিয়ার অন্যতম সেরা ক্রিকেটারকে সম্মান জানানোর এরচেয়ে ভালো মুহূর্ত হতে পারে না। তাই বক্সিং ডে টেস্টের আগেই এই ঘোষণা করেছি আমরা। ’
এ বছর মার্চে ৫২ বছর বয়সে থাইল্যান্ডের কোহ সামুই দ্বীপে মৃত্যুবরণ করেন ওয়ার্ন। তাঁর মৃত্যুর দুই মাস পর এমসিজির সাউদার্ন গ্যালারির নাম দেওয়া হয় ‘শেন ওয়ার্ন স্ট্যান্ড’। ওয়ার্নকে স্মরণ করতে বক্সিং ডে টেস্ট ঘিরে নানা উদ্যোগ নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এর মধ্যে ছিল, ওয়ার্নের বিখ্যাত হ্যাট পরে তাঁকে স্মরণ করা। খেলা শুরুর আগে অজি ও প্রোটিয়া ক্রিকেটাররা ওয়ার্নের ‘ফ্লপি হ্যাট’ পরেন। গ্যালারিতে উপস্থিত দর্শকের মাথায়ও ছিল একই হ্যাট।