ছবি: সংগৃহীত
আগামী ২৭ ও ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলালিংক ঢাকা রক ফেস্ট ৩.০। ওয়ারফেজ, অর্থহীন, আর্টসেল এভোয়েড রাফা, মেকানিক্স, সাবকনসাশ, কার্নিভাল, আফটারম্যাথ ক্যালিপ্সোর মতো ৩২টি ব্যান্ডের পরিবেশনায় এ ফেস্ট নিয়ে সম্প্রতি বাংলালিংয়ের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সেখানে ছিলেন বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনের ব্র্যান্ড এন্ড কমিউনিকেশন ডিরেক্টর কাজী উরফী আহমদ, স্কাই ট্র্যাকার লিমিটেডের ডিরেক্টর সাজিদ ইসলাম। ঢাকা রক ফেস্ট ৩.০ এর গেট খোলা হবে সকাল ১০টায়। স্কাই ট্র্যাকারের ডিরেক্টর সাজিদ ইসলাম বলেছেন, ‘বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে রক মিউজিক অসম্ভব জনপ্রিয়। তরুণদের চাহিদা মাথায় রেখেই এ কনসার্টটি নিয়মিত আয়োজন করি আমরা।’
উরফী আহমদ বলেন, ‘বাংলালিংক দেশের তরুণদের চাহিদার কথা মাথায় রেখে নিয়মিত বিভিন্ন অনুষ্ঠান আয়োজন ও পৃষ্ঠপোষকতা করে আসছে। ঢাকা রক ফেস্ট আমাদের সেই প্রচেষ্টারই বহিঃপ্রকাশ।’
২৭ ডিসেম্বরের গাইবে আপেক্ষিক, আরেকটা রক ব্যান্ড, আর্টসেল, বাংলা ফাইভ, বাংগু বিবি, ব্রহ্মপুত্র, ক্রিপটিক ফেইট, ফ্যান্টাসি রেল্ম, কার্নিভাল, নেমেসিস, ওউন্ড, পাওয়ার সার্জ, সোনার বাংলা সারকাস, টর্চার গোরগ্রাইন্ডার, ট্রেইনরেক এবং উন্মাদ। ২৮ ডিসেম্বর থাকছে আফটার ম্যাথ, আরবোভাইরাস, এভোয়েড রাফা, বে অব বেঙ্গল, ক্যালিপ্সো, কনক্লুশন, ড্যাডস ইন দ্য পার্ক, মেকানিক্স, মেঘদল, সিভিয়ার ডিমেনশিয়া, শেফার্ডস, শুভযাত্রা, সাবকনসাশ, ওয়ারফেজ, অর্থহীন, সিন।এসএম