সহ-অভিনেতা শেজান মোহাম্মদ খানের সঙ্গে সম্পর্কে জড়ানোর পরই তুনিশা শর্মা বদলে যেতে শুরু করেন। এমনকি হিজাব পরতেও শুরু করেন।
বুধবার তুনিশার কাকা এমন অভিযোগ করেছেন বলে হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে।
সরকারি সংবাদ সংস্থা এএনআইকে তুনিশার কাকা জানান, শেজানের সঙ্গে সম্পর্কে জড়ানোর পর থেকেই তুনিশার মধ্যে একাধিক পরিবর্তন আসতে শুরু করে। সে হিজাব পরাও শুরু করে দেয়।
তিনি আরও জানান, পুলিশ আজ আদালতে জানিয়েছে শেজানের অন্য প্রেমিকার কথা। পুলিশের উচিত সব অ্যাঙ্গেল থেকে মামলাটি খতিয়ে দেখা।
ভারতের মুম্বাইয়ে একটি সিরিয়ালের শুটিং সেটের মেকআপ রুম থেকে গত শনিবার তুনিশার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় তুনিশা শর্মার সহ-অভিনেতা শেজান মোহাম্মদ খানকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার মামলা হয়েছে। শেজানের সঙ্গে প্রেম ছিল বলে দাবি করেছেন অভিনেত্রী তুনিশার মা।
এক দফা রিমান্ডের পর বুধবার ফের আদালতে তোলা হয় শেজানকে। আদালত শেজানের আরও ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
পুলিশ জানিয়েছে, শেজান নিজের ক্যারিয়ারে ফোকাস করতে চেয়েছিলেন। এ কারণেই তিনি তুনিশার সঙ্গে বিচ্ছেদ করেছিলেন।
এদিকে তুনিশার মোবাইল এখনো খুলতে পারেনি পুলিশ। মোবাইল আনলক করা সম্ভব হলে তদন্তে আরও অগ্রগতি বলে মনে করা হচ্ছে।