মুক্তি পেল ‘প্রাইভেট জামাই’

নিলয় ও তানিয়া

সম্প্রতি সময়ের তুমুল জনপ্রিয় অভিনয়শিল্পী নিলয় আলমগীর ও সুমাইয়া হিমি অভিনীত উন্মুক্ত হওয়া ‘বেশরম’ নাটকটি ইউটিউবে এক কোটি ভিউ অতিক্রম করেছে।  

নাটকটি পরিচালনা করেছেন জিয়াউদ্দিন আলম। রচনা করেছেন এলিন। সেই রেশ কাটতে না কাটতেই আবারও হাজির হয়েছে ২০২২ সালের শেষ  ধামাকা।

বরাবরের মতো জিয়াউদ্দিন আলম এবার নিলয় আলমগীরকে নিয়ে নির্মাণ করেছেন নতুন নাটক ‘প্রাইভেট জামাই’ ।

তবে এবার জিয়াউদ্দিন আলমের পরিচালনায় এই প্রথম ‘প্রাইভেট জামাই’ নাটকে নায়িকা হিসেবে অভিনয় করেছেন এই সময়ের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী তানিয়া বৃষ্টি। জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর ও তানিয়া বৃষ্টি এর আগে একসাথে অভিনয় করে বেশ কিছু নাটকে সুনাম অর্জন করেছেন।

নাটক প্রসঙ্গে নিলয় আলমগীর বলেন, “জিয়া ভাই সব সময় ভালো কাজ করনে। আমার জিয়া ভাইয়ের সাথের কাজগুলো দর্শক ভালোভাবে নিয়েছে। ‘প্রাইভেট জামাই’ নাটকের জন্য ব্যাপক সাড়া পাচ্ছি। এতটা সাড়া পাব ভাবিনি। দর্শক গল্প ও অভিনয় ভীষণ উপভোগ করছেন। দর্শকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, ভালোবাসা। ”

‘প্রাইভেট জামাই’ নাটকটি বুধবার লেজার ভিশন থেকে  মুক্তি পেয়েছে।  

নিলয় আলমগীর ও তানিয়া বৃষ্টি ছাড়া আরো অভিনয় করেছেন–সাবেরী আলম, রকি খান, আনোয়ার হোসাইন, নুরে কাঞ্চন চৌধুরী, নেয়ামত রহমান, ওয়াসিম ইমদাদ, আয়মন শুভ, হিরা প্রমুখ।

LEAVE A REPLY